অভিরূপ দাস: কালীসাধক রামকৃষ্ণ মাটির ঢ্যালাকে টাকা বলেছিলেন। খোদ মা কালী (Kali Pujo 2021) বলছেন, তেল আর টাকা সমান। শোভাবাজার হাটখোলা গোসাইপাড়া শিশুচক্রের পুজোয় তাই দক্ষিণার ডালা বন্ধ। উপরে রাখা খালি তেলের শিশি। সাধ্যমতো সেখানেই তেল দিয়ে যাচ্ছেন দর্শনার্থীরা।
এমন কেন? বিগত কয়েক মাসে সরষের তেলের দাম বেড়েছে হু হু করে। মেদিনীপুর থেকে কোচবিহার, সর্বত্র সরষের তেল ১৭০-১৯০ টাকা লিটার। দক্ষিণ দিনাজপুরের মতো উত্তরবঙ্গে যে সব জেলায় সরষের ফলন অত্যন্ত ভাল, তেলকলও প্রচুর, সেখানেও এবারে দামের চোটে হাতে ছ্যাঁকা। মাত্র এক বছর আগেও সরষের তেলের দাম ছিল ১২০ টাকা প্রতি লিটার। বাজারের হিসেব অনুযায়ী এক বছরে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সরষের তেলের দাম। এই সরষের তেল কালীপুজোয় অবিচ্ছেদ্য অঙ্গ। তা ছাড়া যে প্রদীপ জ্বলবে না।
[আরও পড়ুন: ‘পেট্রল-ডিজেলের ভ্যাট কমাক রাজ্যের জনদরদী সরকার’, কেন্দ্রের উদাহরণ টেনে খোঁচা দিলীপের]
কালীপুজো উদ্যোক্তারা বলছেন, কালীপুজোয় টানা ৪৮ ঘন্টা প্রদীপ জ্বালাতে হয় মণ্ডপে। সরষের তেলের যোগান দিতে গিয়েই তো মাথায় আকাশ ভেঙে পরছে। এহেন মূল্য বৃদ্ধির পিছনে পেট্রোল ডিজেলের দাম বাড়ার কারণই লুকিয়ে। ব্যবসায়ীরাও বলছেন, ডিজেলের দাম আকাশছোঁয়া। ফলে পণ্য পরিবহণে খরচ বেড়েছে। স্বাভাবিক ভাবেই সরষের তেলের দামও বাড়াতে হয়েছে। যে কারণে শোভাবাজার হাটখোলা গোসাইপাড়া দক্ষিণা নয়, তেল নিচ্ছেন। বুধবার বিকেল পর্যন্ত ৩৫ জন তেল দিয়ে গিয়েছেন তাঁদের মণ্ডপে রাখা কাঁচের শিশিতে।
পুজোর সম্পাদক শৌভিক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “আমরা হিসেব করেছি টানা এক ঘণ্টা মা কালীর পুজোর প্রদীপ জালাতে ১০ লিটার তেল লাগছে। প্রায় ২ হাজার টাকা খরচ। তাই সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন দক্ষিণা নয় তেল দিয়ে যান। এ পুজোয় কোনওরকম চাঁদা নেওয়া হয়নি। উদ্যোক্তাদের তেলের খরচে যন্ত্রনা মেটাতে খুশি মনেই প্রদীপ জ্বালানোর তেল দিচ্ছেন দর্শনার্থীরা।”
[আরও পড়ুন: অবশেষে স্বস্তি আর জি কর মেডিক্যাল কলেজে, প্রায় ৩০ দিন পর উঠল পড়ুয়াদের অনশন]
ইতিমধ্যেই অভিনব তৈল শ্রী পুরস্কার পেয়েছে এই পুজো। যে পুরস্কারের উদ্যোক্তা যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। উদ্যোক্তা কুন্তল ঘোষ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেলের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ। যার ফলে সবকিছুর দাম বাড়ছে। ভোজ্য তেলের দামে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। শোভাবাজারের এই পুজো থিমের মধ্যে দিয়ে সে বার্তা রেখেছে।