shono
Advertisement

Breaking News

আইপিএল চলাকালীনই চমক, নতুন ফ্র্যাঞ্চাইজি কিনে নিল শাহরুখের নাইট রাইডার্স গ্রুপ

গোটা বিশ্বে চারটি ক্রিকেট দলের মালিক হয়ে গেলেন শাহরুখ খান।
Posted: 04:04 PM May 12, 2022Updated: 04:05 PM May 12, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL) তাঁর দল অন্যতম জনপ্রিয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তাঁর দল সবচেয়ে সফল। ইতিমধ্যেই মার্কিন ক্রিকেটে বিনিয়োগ করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তবে, এখানেই থেমে থাকতে চান না শাহরুখ খান। এবার সংযুক্ত আরব আমিরশাহীর আসন্ন টি-২০ লিগেও দল কিনে ফেললেন শাহরুখ খান (Shah rukh Khan)।

Advertisement

নাইট রাইডার্স ক্রিকেট গ্রুপের অধীনে এটি চার নম্বর ফ্র্যাঞ্চাইজি। আপাতত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স (TKR), এবং আমেরিকার মেজর লিগ ক্রিকেটে দল রয়েছে নাইট রাইডার্সের। মেজর লিগ ক্রিকেটের সঙ্গে হাত মিলিয়ে লস অ্যাঞ্জেলসে নয়া স্টেডিয়ামও তৈরি করছে নাইটরা। মোট ১৫ একর জমির উপর গড়ে তোলা হবে স্টেডিয়ামটি। লস অ্যাঞ্জেলসের স্টেডিয়ামটি হবে বিশ্বমানের। বিপুল অর্থ খরচ করেই তৈরি হবে এটি। আসলে নাইট রাইডার্সের মালিক KRG গ্রুপ গোটা বিশ্বে নাইট রাইডার্স ব্র্যান্ডটি ছড়িয়ে দিতে চাইছেন। সেই লক্ষ্যেই আবু ধাবির লিগে দল কিনে ফেলেছে নাইটরা।

[আরও পড়ুন: একে করোনায় রক্ষা নেই, দিল্লি ক্যাপিটালস শিবিরে এবার আরও এক জটিল রোগের হানা!]

বৃহস্পতিবার নাইটদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আমিরশাহী ক্রিকেট যে টি-২০ লিগ শুরু করতে চলেছে, সেই লিগের আবু ধাবির ফ্র্যাঞ্জাইজির মালিকানা কিনে নিয়েছে নাইট রাইডার্স গ্রুপ। আবু ধাবি (Abu Dhavi) স্টেডিয়ামই হতে চলেছে নাইটদের নতুন এই দলের হোম ভেন্যু। বলে রাখা দরকার, আমিরশাহী ক্রিকেট খুব দ্রুত নিজেদের আলাদা টি-২০ টুর্নামেন্ট শুরু করতে চলেছে। নাইট রাইডার্স ব্র্যান্ডের সেই লিগের সঙ্গে যুক্ত হয়ে যাওয়াটা আমিরশাহী ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন।

[আরও পড়ুন: চেন্নাই শিবিরে অশান্তি? জাদেজাকে হঠাৎ ‘আনফলো’ করে দিল সিএসকে]

নতুন দল কিনে স্বাভাবিকভাবেই আহ্লাদিত কেকেআরের সহ কর্ণধার শাহরুখ খান (Shah Rukh Khan)। এক বিজ্ঞপ্তিতে কিং খান জানিয়েছেন,”গত বেশ কয়েকবছর ধরে আমরা নাইট রাইডার্স ব্র্যান্ডকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমিরশাহীকে (UAE) ক্রিকেট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার দিকেও আমরা কড়া নজর রেখেছি। আমার কোনও সংশয় নেই যে এই লিগ সফল হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement