shono
Advertisement

উৎসবের শহরে পথদুর্ঘটনা, উড়ালপুলে অটো উলটে মৃত্যু যাত্রীর

উল্টোডাঙায় চাঞ্চল্য। The post উৎসবের শহরে পথদুর্ঘটনা, উড়ালপুলে অটো উলটে মৃত্যু যাত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 09:09 PM Nov 07, 2018Updated: 09:09 PM Nov 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের শহরে বেপরোয়া গতি কাড়ল প্রাণ। বুধবার দুপুরে অটো উলটে মৃত্যু হল এক যাত্রীর। মৃতের নাম স্বপন বসু। এই ঘটনায় আরও দুই অটো যাত্রী আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উল্টোডাঙার ইএম বাইপাস ও ভিআইপি রোডের সংযোগকারী উড়ালপুলে। দুর্ঘটনার পর থেকেই পলাতক অটো চালক। দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে আটক করেছে পুলিশ।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, এদিন দুপুরে বাইপাসের বেঙ্গল কেমিক্যাল থেকে লেকটাউন যাওয়ার জন্য একটি অটোতে ওঠেন তিন জন। উড়ালপুলে ওঠার পরেই তীব্র বেগে অটোটি চলতে শুরু করে। চালককে বলেও কোনও লাভ হয়নি। উড়ালপুলের উপরে আচমকা বাঁক নিতে গিয়ে অটো নিয়্ন্ত্রণ হারিয়ে উলটে যেতেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায়। যাত্রীরা চলন্ত অটোর নিচে চাপা পড়ে যান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

[৩ দিনের ব্যবধানে ফের ভেঙে পড়ল ডানলপ ব্রিজের হাইটবার]

জানা গিয়েছে, সংশ্লিষ্ট উড়ালপুলে অটো চলাচল নিষিদ্ধ। তারপরেও কীভাবে সেই উড়ালপুলেই চলল অটো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি পুলিশ। পলাতক অটো চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

[তৃণমূল-বিজেপির দাপটে ব্রিগেড সমাবেশ পিছিয়ে দিল বামেরা]

The post উৎসবের শহরে পথদুর্ঘটনা, উড়ালপুলে অটো উলটে মৃত্যু যাত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement