shono
Advertisement

‘বৃষ্টি না হলে খুব শীঘ্রই বদলাবে পরিস্থিতি’, আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমের

জলমগ্ন চিনার পার্ক ঘুরে দেখেন বিধানগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী৷ The post ‘বৃষ্টি না হলে খুব শীঘ্রই বদলাবে পরিস্থিতি’, আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:25 PM Aug 17, 2019Updated: 02:28 PM Aug 17, 2019

কৃষ্ণকুমার দাস: রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন শহর৷ জলছবি সরেজমিনে খতিয়ে দেখতে পথে নামলেন দুই মেয়র৷ মোমিনপুরের পরিস্থিতি দেখলেন মেয়র ফিরহাদ হাকিম৷ আর ভারী বৃষ্টি না হলে দুপুরের মধ্যেই এলাকার জল নেমে যাবে বলেই জানান তিনি৷ এদিকে, জলমগ্ন চিনার পার্কও ঘুরে দেখেন বিধানগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী৷

Advertisement

[আরও পড়ুন: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, ব্যাহত সড়ক ও রেল পরিষেবা]

বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। তার উপর ভরা শ্রাবণে এখন সক্রিয় মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলায় শুক্রবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গে একাধিক জেলা৷ জলমগ্ন শহরের বিভিন্ন প্রান্ত৷ কোথাও হাঁটু আবার কোথাও গোড়ালি ডোবা জল৷ যার জেরে ক্রমশই কমছে যানচলাচলের গতি৷ গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়েছেন আমজনতা৷ সাধারণ মানুষের দুর্ভোগের ছবি সরেজমিনে খতিয়ে দেখলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ মোমিনপুর-সহ জলমগ্ন বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি৷ মেয়র বলেন, ‘‘সমস্ত পাম্পিং স্টেশনগুলি কাজ করছে৷ জোয়ারের সময় লকগেটে জলের পরিমাণ বেড়ে যায়৷ তাই জলমগ্ন হয়ে যাচ্ছে চতুর্দিক৷ তবে বৃষ্টির পরিমাণ কমলে খুব তাড়াতাড়ি শহরতলির রাস্তা থেকে জল নেমে যাবে৷’’

দেখুন ভিডিও:

এছাড়াও আবহাওয়ার পরিস্থিতিতে নজর রেখেছে নবান্ন৷ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে দফায় দফায় চলছে আলোচনা৷ ইতিমধ্যেই জেলা প্রশাসনকেও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দল৷ নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুম থেকে চলছে নজরদারি৷ খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ নম্বরটি হল (০৩৩)২২৫৩-৫১৮৫৷

[আরও পড়ুন: বৃষ্টির সঙ্গে বজ্রপাত? প্রাণহানি এড়াতে মেনে চলুন বিশেষজ্ঞের টিপস]

সল্টলেকের অবস্থাও প্রায় একইরকম৷ জলের নিচে চলে গিয়েছে অধিকাংশ রাস্তা৷ সেক্টর ফাইভ, চিনার পার্ক-সহ একাধিক রাস্তা জলমগ্ন৷ বিধাননগরের সদ্য নির্বাচিত মেয়র কৃষ্ণা চক্রবর্তী এদিন চিনার পার্ক এলাকা ঘুরে দেখেন৷ অন্যান্য বছরের তুলনায় অনেক কম জল ওই এলাকায় জমেছে বলেই জানান তিনি৷ খুব শীঘ্রই এলাকার জলছবি বদলের চেষ্টা করা হচ্ছে বলেই আশ্বাস বিধাননগরের মেয়রের৷

The post ‘বৃষ্টি না হলে খুব শীঘ্রই বদলাবে পরিস্থিতি’, আশ্বাস মেয়র ফিরহাদ হাকিমের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement