স্টাফ রিপোর্টার: আকাশ-বাতাসে পুজোর গন্ধ। শপিং করতে রাস্তাঘাটে মানুষের ভিড় বাড়ছে। যাত্রীদের চাপ সামলাতে ছুটির দিনেও পাতালপথে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। ১৪৮ নয়, মঙ্গলবার গান্ধী জয়ন্তীর দিন শহরে ২০০টি মেট্রো চলছে। খুশি যাত্রীরা।
[ ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে দমদম পর্যন্ত বন্ধ পরিষেবা]
পুজোর আসতে আর মোটে এক সপ্তাহ। পুজোর চারদিন প্যান্ডেলগুলিতে যেমন মানুষের ঢল নামে, ঠিক তেমনি পুজোর মুখেও রাস্তায় ভিড় কম হয় না। শপিং করতে বেরিয়ে পড়েন সকলেই। বাস, ট্রামের মতো ভিড় বাড়ে মেট্রোতেও। বিশেষ করে সপ্তাহান্তে কিংবা ছুটির দিনে ভিড়ের মাত্রাও বেড়ে যায় বহুগুণ। কিন্তু, ঘটনা হল, ররিবার পরিষেবা চালু হয় অনেক দেরিতে। অন্যন্য ছুটির দিনেও মেট্রো অনেক কম চলে। মঙ্গলবার গান্ধী জয়ন্তী। স্কুল-কলেজ-অফিস বন্ধ। বছরের অন্য সময়ে হলে হয়তো তেমন যাত্রী হত না। ফলে মেট্রো কম চললে অসুবিধা হত না। কিন্তু, পুজোর আগে ছুটির দিনেই যে চুটিয়ে শপিং করে আমবাঙালি! সুতরাং রাস্তাঘাটে ভিড় হবে। স্বাভাবিক নিয়মে যাত্রীর চাপ বাড়বে মেট্রোতেও। পরিবর্তিত পরিস্থিতিতে ছুটির দিনেও অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, রবিবার কিংবা অন্য ছুটির দিনগুলিতে দিনভর শহরে ১৪৮ মেট্রো চলে। মঙ্গলবার চলছে ২০০টি ট্রেন। স্রেফ বাজার করার জন্য অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্তে খুশি শহরবাসী।
[ সাপের ভয় দেখিয়ে ছিনতাই, নতুন চক্র কলকাতায়]
The post পুজোর আগে ছুটির দিনে বাড়তি মেট্রো, খুশি যাত্রীরা appeared first on Sangbad Pratidin.