shono
Advertisement
Kolkata Metro

একুশে জনারণ্য কলকাতা, বিশেষ ব্যবস্থা পাতাল পথে

রবিবার অপ্রত্যাশিত ঘটনা এড়াতে কোমর বেঁধে তৈরি কলকাতার 'লাইফ লাইন' মেট্রো।
Published By: Paramita PaulPosted: 08:55 PM Jul 20, 2024Updated: 08:56 PM Jul 20, 2024

নব্যেন্দু হাজরা: শহিদ দিবস উপলক্ষে একুশে জনারণ্য় হতে চলেছে কলকাতা। ভিড় হবে পাতালপথেও। সেই কথা মাথায় রেখেই কলকাতা মেট্রোয় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। একদিকে যেমন কিছু স্টেশন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে তেমনই অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হচ্ছে বহু জায়গায়। সবমিলিয়ে রবিবার অপ্রত্যাশিত ঘটনা এড়াতে কোমর বেঁধে তৈরি কলকাতার 'লাইফ লাইন' মেট্রো।

Advertisement

ধর্মতলার মুখে বাঁধা হয়েছে একুশের মঞ্চ। স্বাভাবিকভাবেই ওই চত্বরের চারটি মেট্রো স্টেশনে সবচেয়ে বেশি ভিড় হয়। সেই কথা মাথা রেখেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামিকাল অর্থাৎ রবিবার চাঁদনি চক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকছে। যাত্রীদের কথা ভেবে অতিরিক্ত ৫৪ জন আরপিএফ জওয়ানকে মোতায়েন করা হচ্ছে এই চার স্টেশনে। কড়া নজর থাকবে সিসিটিভি ফুটেজে।

[আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক, রাজ্যজুড়ে আলুর জোগানে টান]

শুধু নিরাপত্তা ব্য়বস্থা নয়, যাত্রী সুবিধার কথা ভেবে অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে কয়েকটি স্টেশনে। এর মধ্য়ে এসপ্ল্যানেডে ছটি অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে। এছাড়া দমদম, বরানগর, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, যতীন দাস পার্ক এবং কালীঘাটে অতিরিক্ত দুটি করে টিকিট কাউন্টার খোলা থাকবে। এছাড়া দক্ষিণেশ্বরে তিনটি অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হবে।

তবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুট ছাড়া অন্যান্য মেট্রো বন্ধই থাকছে। অন্যান্য রবিবারের মতোই সময়সূচি মেনে চলবে মেট্রো।

[আরও পড়ুন: ছাত্র আন্দোলনে জ্বলছে বাংলাদেশ, পরিস্থিতি জানতে স্বরাষ্ট্রমন্ত্রকে যোগাযোগ ‘সতর্ক’ নবান্নের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শহিদ দিবস উপলক্ষে একুশে জনারণ্য় হতে চলেছে কলকাতা।
  • একদিকে যেমন কিছু স্টেশন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে তেমনই অতিরিক্ত টিকিট কাউন্টার খোলা হচ্ছে বহু জায়গায়।
  • ধর্মতলার মুখে বাঁধা হয়েছে একুশের মঞ্চ।
Advertisement