সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র তিনদিনের ব্যবধানে ফের মেট্রো বিভ্রাট। রবিবাসরীয় দুপুরে দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল। তার ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় যাত্রীরা।
মেট্রো সূত্রে খবর, রবিবার দুপুর ১টা ৫২ মিনিট নাগাদ আচমকাই থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ফলে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো বরানগরে দাঁড়িয়ে পড়ে। তার ফলে দমদম-দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। তবে কবি সুভাষ-দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিকই রয়েছে।
[আরও পড়ুন: মালদহ তৃণমূলের ফেসবুক পেজ থেকে অশ্লীল ভিডিও পোস্ট! তুঙ্গে বিতর্ক]
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার বেলা ২ টো বেজে ৫ মিনিট নাগাদ নোয়াপাড়া ও বরানগরের মাঝে থার্ড লাইনে সমস্যা দেখা যায়। ঘড়ির কাঁটায় ২ টো বেজে ১৮ মিনিট নাগাদ লাইনে বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। যার ফলে থমকে যায় মেট্রো। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। শুরু হয় লাইন মেরামতির কাজ। এই ঘটনার জেরে প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। মাত্র তিনদিনের ব্যবধানে ফের একই সমস্যায় বিরক্ত যাত্রীরা।