shono
Advertisement

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, দমদম থেকে বন্ধ পরিষেবা

বছরের দ্বিতীয় দিনও মেট্রো ভোগান্তি অব্যাহত। The post ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, দমদম থেকে বন্ধ পরিষেবা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:50 AM Jan 02, 2019Updated: 09:59 AM Jan 02, 2019

নব্যেন্দু হাজরা:  বছরের দ্বিতীয় দিনও মেট্রো ভোগান্তি অব্যাহত। এবার আত্মহত্যার চেষ্টা দমদম স্টেশনে। সকালের ব্যস্ত সময়ে কবি সুভাষগামী পরিষেবা বন্ধ। অফিস টাইমে মেট্রো বন্ধ হওয়ায় চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।

Advertisement

বুধবার সকাল ৯ টা বেজে ১৮ মিনিট নাগাদ দমদমে ডাউন লাইনে কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। নিউ গড়িয়াগামী ট্রেনটি স্টেশনে প্রবেশ করতেই  ঝাঁপিয়ে পড়েন ওই যুবক। তাঁকে এখনও শনাক্ত করা যায়নি। স্বাভাবিকভাবেই এর জেরে বন্ধ হয়ে যায় পরিষেবা। পুলিশ জানিয়েছে, যত দ্রুত সম্ভব ওই যুবককে তুলে আনার চেষ্টা করা হচ্ছে। ডাউন লাইনে পরিষেবা বন্ধ হওয়ায় বিঘ্নিত হয় আপ লাইনের পরিষেবাও। কারণ, সাধারণত দমদম স্টেশন থেকেই ট্রেনগুলিকে ঘুরিয়ে আপ লাইনে পরিষেবা দেওয়া হয়। তবে, দমদম থেকে পরিষেবা বন্ধ থাকলেও, আপাতত গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত চলছে মেট্রো। 

[অগ্নিকাণ্ডের পর লাইনে ফাটল, বছরের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা]

দিনের ব্যস্ততম সময়ে মেট্রো বন্ধ হওয়ার চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। বিশেষ করে অফিসযাত্রীদের মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে। দমদম থেকেই উত্তর শহরতলির হাজার হাজার যাত্রী শহরে প্রবেশ করেন। আর তাদের যাতায়াতের অন্যতম পছন্দের মাধ্যম মেট্রো। কিন্তু অফিস টাইমে পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এখনও পর্যন্ত ওই যুবককে উদ্ধারের চেষ্টা চলছে। তবে, যতক্ষণ না তা সম্ভব হচ্ছে ততক্ষণ পরিষেবা স্বাভাবিক হওয়া সম্ভব নয়। বছর শুরুর আগে থেকেই মেট্রোতে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। বড়দিনের ঠিক দু’দিন পরেই মেট্রোর এসি রেক আগুন দেখতে পাওয়া যায়৷ ধোঁয়ায় ভরে যায় চলন্ত মেট্রো৷ অসুস্থ হয়ে পড়েন অন্তত ৪২ জন যাত্রী৷ মঙ্গলবারও দফায় দফায় ব্যাহত হয় পরিষেবা। রবীন্দ্র সদন স্টেশনে লাইনে আগুনের ফুলকি দেখা দেওয়ায় একাধিকবার বন্ধ করে দিতে হয় পরিষেবা। চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। 

The post ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, দমদম থেকে বন্ধ পরিষেবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার