shono
Advertisement
Kolkata Metro

মেট্রোয় UPI দিয়ে কাটা যাবে টিকিট! কী বলছে কর্তৃপক্ষ?

মেট্রোর টিকিট কাটতে গেলেই খুচরো নিয়ে সমস্যা।
Posted: 05:15 PM May 07, 2024Updated: 05:52 PM May 07, 2024

নব্যেন্দু হাজরা: মেট্রোর টিকিট কাটতে গেলেই খুচরো নিয়ে সমস্যা। টিকিট কাউন্টারে নিত্যদিনের অশান্তি। সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি দিতে কোমর বেঁধেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবার ইউপিআইয়ের (UPI) মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করছে তারা। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় দ্রুতই চালু হচ্ছে এই প্রক্রিয়া। ইতিমধ্যে শিয়ালদহ মেট্রো স্টেশনে ট্রায়াল রান সেরে ফেলেছে।

Advertisement

কীভাবে কাজ করবে এই সিস্টেম?

  • প্রথমে টিকিট কাউন্টারে বলতে হবে কোথায় যেতে চান।
  • এর পর 'ডুয়েল' ডিসপ্লে বোর্ডে একটা কিউআর কোড দেখাবে।
  • সেটি স্মার্ট ফোনে স্ক্যান করলে টিকিটের টাকা পেমেন্ট করা যাবে।
  • মিলবে কিউআর কোড বেসড টিকিটও।
  • একই কায়দায় স্মার্ট কার্ড রিচার্জও করা যাবে।

[আরও পড়ুন: হতাশায় ঝুঁকে কাঁধ, কাঁদছেন রোহিত! কী এমন হল? ভিডিও ভাইরাল]


আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতার মেট্রোর (Kolkata Metro) জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির তত্ত্বাবধানে শিয়ালদহ মেট্রো স্টেশনে ট্রায়াল রান করা হয়। ইউপিআই চালু করতে মেট্রোকে সাহায্য করছে স্টেট ব্যাঙ্ক এবং সিআরআইএস। জানা গিয়েছে, প্রথমে গ্রিন লাইনে অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রোতে ইউপিআইয়ের মাধ্যমে টিকিট কাটার সিস্টেম চালু করা হবে। এর পর ক্রমানুসারে ব্লু, পার্পল এবং অরেঞ্জ লাইনে বিষয়টি বাস্তবায়ন হবে। কমবে খুচরো নিয়ে রোজকার ঝঞ্ঝাট। 

[আরও পড়ুন: ‘ধর্ষকের সন্তানের জন্ম দিতে বাধ্য করা যাবে না নির্যাতিতাকে’, নির্দেশ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমে টিকিট কাউন্টারে বলতে হবে কোথায় যেতে চান।
  • এর পর 'ডুয়েল' ডিসপ্লে বোর্ডে একটা কিউআর কোড দেখাবে।
  • সেটি স্মার্ট ফোনে স্ক্যান করলে টিকিটের টাকা পেমেন্ট করা যাবে।
Advertisement