shono
Advertisement

আস্থা পুরনোদের উপরেই, কলকাতা পুরসভার মেয়র পারিষদদের দায়িত্ব বণ্টন

কে, কোন বিভাগের দায়িত্ব পেলেন, দেখে নিন একঝলকে।
Posted: 07:32 PM Dec 28, 2021Updated: 07:38 PM Dec 28, 2021

কৃষ্ণকুমার দাস: বিপুল ভোটে জিতে এবার নতুন বোর্ড গড়ে নাগরিক পরিষেবার কাজ শুরু করবে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। আগামী পাঁচ বছরের জন্য শহরের মেয়র হিসেবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ডেপুটি মেয়র পদে শপথগ্রহণ করেছেন অভিজ্ঞ অতীন ঘোষ (Atin Ghosh)। সেইসঙ্গে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে ১২ মেয়র পারিষদকে (MIC)। মূলত পুরনোদের উপরেই ভরসা রাখা হয়েছে। আগেকার বিভাগের দায়িত্বে ফেরানো হয়েছে বেশিরভাগ মেয়র পারিষদকে। রাস্তার দায়িত্ব পেয়েছেন নতুন মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: ‘ডিজিটাল’ হচ্ছে কলকাতা পুরসভা, সমস্যার সমাধান অ্যাপেই, ঘোষণা ফিরহাদের

মেয়র, ডেপুটি মেয়র, ১২ মেয়র পারিষদ – এই হল কলকাতা পুরসভার টিম। এই টিমই নাগরিক পরিষেবার মূল দায়িত্বে থাকবে, কাজ করবে। একঝলকে দেখে নিন, কোন বিভাগের দায়িত্ব পেলেন কোন মেয়র পারিষদ –

  • অতীন ঘোষ – স্বাস্থ্য, কর মূল্যায়ন
  • সন্দীপন সাহা – শিক্ষা
  • সন্দীপ রঞ্জন বক্সী – আলো
  • জীবন সাহা – তথ্য জনসংযোগ
  • অভিজিৎ মুখোপাধ্যায় – রাস্তা
  • মিতালী বন্দোপাধ্যায় – সামাজিক দায়বদ্ধতা ও মহিলা সুরক্ষা
  • দেবব্রত মজুমদার – জঞ্জাল ব্যবস্থাপনা
  • স্বপন সমাদ্দার – বস্তি উন্নয়ন
  • দেবাশিস কুমার – পার্কিং ও উদ্যান
  • বৈশ্বানর চট্টোপাধ্যায় – আইন ও আবাসন
  • রাম পেয়ারী রাম – ১০০দিনের প্রকল্প
  • তারক সিং – নিকাশী

১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টিতে জয়লাভ করে কলকাতা পুরসভার ক্ষমতায় এসেছে তৃণমূল (TMC)। তৈরি হয়েছে নতুন বোর্ড। আর সেই বোর্ডের সামনে কাজ অনেক। ইস্তেহারের ‘দশ দিগন্ত’ অর্থাৎ ১০ দিক থেকে মহানগরকে আরও সুন্দর করে তোলার যে লক্ষ্য নিয়েছিল শাসকদল, তা বাস্তবায়নে পুরসভা বদ্ধপরিকর, মেয়র পদে শপথ নিয়েই তা জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। এবার সেইমতো টিমকে প্রত্যেক সদস্যের উপর দায়িত্ব বণ্টন করে দ্রুত কাজ শুরু করে দিতে চান তিনি। নতুন বছরে কলকাতার নতুন রূপদানের লক্ষ্যে কাজে নেমেছে টিম ফিরহাদ।

[আরও পড়ুন: মমতার প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে দ্বিতীয়বার কলকাতার মেয়র পদে শপথ ফিরহাদ হাকিমের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement