অর্ণব আইচ ও নিরুফা খাতুন: ফের কলকাতায় ক্রিকেট বেটিং চক্রের হদিশ। ভারত-পাকিস্তান ম্যাচের মাঝেই বহুতলের বেসমেন্টে গাড়ির মধ্যে চলছিল ক্রিকেট জুয়া। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
শনিবার ছিল এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ। ভারত বনাম পাকিস্তানের লড়াই ঘিরে উত্তাল আসমুদ্র হিমাচল। যদিও বৃষ্টিতে শেষপর্যন্ত ভেস্তে যায় গোটা ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে। স্বাভাবিকভাবেই এই ম্যাচে ক্রিকেট বেটিং হবে তা বোধহয় আগেভাগেই জানত পুলিশ। সতর্কও ছিল তারা।
[আরও পড়ুন: ডার্বির টিকিটের ব্যাপক কালোবাজারি! ইস্টবেঙ্গল ক্লাবের কাছ থেকে গ্রেপ্তার ৪ ব্ল্যাকার]
গতকাল রাতে পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ওয়াটারলু স্ট্রিটের একটি বহুতলে হানা দেয় কলকাতা পুলিশের বাহিনী। গাড়ির মধ্যে থেকে তিনটি মোবাইল উদ্ধার করে তারা। যার মাধ্যমে বেটিং চক্র পরিচালনা করা হচ্ছিল। আর বেটিং চক্রে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল ২৯ বছর বয়সি সত্যেন্দ্র যাদব এবং ৩৩ বছরের সুমিত সিং। দুজনই হাওড়ার বাসিন্দা।
প্রসঙ্গত, আইপিএল ম্যাচের সময়ও কলকাতায় একের পর এক ক্রিকেট বুকি, বেটিং চক্রের হদিশ মিলছিল। পুলিশের চোখ এড়াতে ভ্রাম্যমান গাড়িতে চলছে ক্রিকেট বেটিং। এবার সেই বহুতলের বেসমেন্ট পার্কিংয়ে চলছিল সেই চক্র। যদিও পুলিশের তৎপরতায় ফাঁস হল বেটিং চক্রটি।