shono
Advertisement

হোমিওপ্যাথি ওষুধের স্পিরিটে ওড়িশায় জাল মদের কারখানা, জোড়াসাঁকোয় ধৃত মূলচক্রী

তদন্তের স্বার্থে ধৃতকে নিয়ে যাওয়া হয় ওড়িশায়।
Posted: 08:08 PM Jun 30, 2023Updated: 08:08 PM Jun 30, 2023

অর্ণব আইচ: কলকাতা থেকে হোমিওপ্যাথি ওষুধের স্পিরিট ওড়িশায় পাচার করে তৈরি করা হত জাল মদ। এই চক্রের এক মাথাকে কলকাতা থেকে গ্রেপ্তার করল ওড়িশা পুলিশ। বৃহস্পতিবার রাতে শম্ভু প্যাটেল নামে ওই ব্যক্তিকে জোড়াসাঁকো থেকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে ওড়িশার বেহরামপুরের বড়বাজার অঞ্চলে একটি জাল মদ কারখানার সন্ধান মেলে। বিভিন্ন নামী ব্র‌্যান্ডের ৭০ লিটার জাল মদ ও ৩৪ লিটার হোমিওপ‌্যাথির স্পিরিট উদ্ধার করে ওড়িশার বেহরামপুরের বড়বাজার থানার পুলিশ। ওই জাল মদ চক্রের এক পাণ্ডা তারিণী জেনাকে গ্রেপ্তার করে জানা যায়, হোমিওপ‌্যাথি ওষুধ সংস্থার ভুয়ো নথি দেখিয়ে ওই চক্রের এক মাথা তথা মধ‌্য কলকাতার মদনমোহন বর্মন স্ট্রিটের বাসিন্দা শম্ভু প‌্যাটেল ওই স্পিরিট সংগ্রহ করে ওড়িশায় পাঠাত।

[আরও পড়ুন: কোচবিহারে লাগাতার অশান্তি, ভোটের মুখে বাড়ল নিশীথের নিরাপত্তা]

একইসঙ্গে সে কলকাতার কয়েকটি কারখানা থেকে তৈরি করিয়ে জাল মদ সংস্থার বোতলের ছিপি, লেবেল ওড়িশায় পাচার করত। সেই স্পিরিট দিয়ে ওষুধের বদলে জাল মদ তৈরি করে সেগুলি পাচার হত ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যে। বৃহস্পতিবার রাতে ওড়িশার বড়বাজার থানার আধিকারিক প্রশান্ত ভূপতির নির্দেশে একটি টিম জোড়াসাঁকোর বাড়ি থেকে শম্ভুকে গ্রেপ্তার করে। তাকে ওড়িশায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: ‘সঙ্গী বাছুন চুপচাপ!’ নতুন পোস্টে কীসের ইঙ্গিত দিলেন জিতু?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement