shono
Advertisement

রবীন্দ্রভারতী কাণ্ডে তদন্ত কমিটি গঠন লালবাজারের, ছবির সত্যতা যাচাইয়ে সাইবার বিশেষজ্ঞরা

পর্যাপ্ত তদন্তের দাবিতে সরব রবীন্দ্রভারতীর পড়ুয়ারা। The post রবীন্দ্রভারতী কাণ্ডে তদন্ত কমিটি গঠন লালবাজারের, ছবির সত্যতা যাচাইয়ে সাইবার বিশেষজ্ঞরা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:17 PM Mar 07, 2020Updated: 05:23 PM Mar 07, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্রভারতী কাণ্ডে এবার তৎপর লালবাজার। সত্যিই কী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করতেই বহিরাগতদের এ কাজ? খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করল লালবাজার। ইতিমধ্যেই ভাইরাল ছবিগুলি খতিয়ে দেখতে শুরু করেছেন সাইবার বিশেষজ্ঞরা। সমস্ত বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি অভিযুক্তরা শাস্তি পাবেই, আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

Advertisement

বসন্ত উৎসবের দিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তরুণীদের পিঠে লেখা অশ্লীল শব্দ নিয়ে তুঙ্গে বিতর্ক। শুক্রবারই ঘটনায় জড়িত ৫ জনকে শনাক্ত করে ডেকে পাঠায় পুলিশ। ক্ষমা চাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হলেও রবীন্দ্রভারতীর মতো ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে এহেন ঘটনায় সরব বিশ্বভারতীয় পড়ুয়া থেকে শুরু করে সব মহল। পড়ুয়াদের একাংশের অভিযোগ, কেবল মাত্র বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করতেই এই কীর্তি। যদিও আদতে ঘটনাটি কী? কেনই বা বসন্ত উৎসবে এমন আচরণ? তা নিয়েও প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তর পেতেই তদন্ত কমিটি গঠন করেছে লালবাজার। ছবির ভিত্তিতে অভিযুক্ত সকলকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। তদন্তের ভিত্তিতে নেওয়া হবে পদক্ষেপ।

[আরও পড়ুন: দুর্ঘটনায় পা হারিয়েছেন বাবা, সংসারের হাল টানতে বাস চালাচ্ছেন তরুণী]

প্রসঙ্গত, বসন্তোৎসবের সমস্ত অশান্তির দায় নিয়ে পদ ছাড়ার জন্য শনিবার ইস্তফাপত্র দিয়েছিলেন উপাচার্য সব্যসাচী বসুরায়চৌধুরি। কিন্তু তাঁর ইস্তফা গৃহীত হয়নি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দেন, উপাচার্যের ইস্তফাপত্র তিনি গ্রহণ করবেন না। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাঁকে কাজ চালিয়ে যেতে বলেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও উপাচার্যের ইস্তফার সিদ্ধান্ত মেনে নিতে নারাজ। উপাচার্যের ইস্তফার সিদ্ধান্তের বিরোধিতা করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

[আরও পড়ুন: দীর্ঘ আন্দোলনের সুফল, মাদ্রাসা শিক্ষক-অশিক্ষক কর্মীদের বেতনবৃদ্ধির বিজ্ঞপ্তি জারি]

The post রবীন্দ্রভারতী কাণ্ডে তদন্ত কমিটি গঠন লালবাজারের, ছবির সত্যতা যাচাইয়ে সাইবার বিশেষজ্ঞরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement