সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসিরহাটে অশান্তির সময় সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট করায় অভিযুক্ত বিজেপি নেত্রী নুপূর শর্মা বুধবার হাজিরা দেন শেক্সপিয়র সরণি থানায়। এদিন দুপুরে আর এক বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে থানায় আসেন নুপূর। প্রায় এক ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। থানা থেকে বেরিয়ে অভিযুক্ত বিজেপি নেত্রী বলেন, ‘পুলিশ রুটিন জিজ্ঞাসাবাদ করতে ডেকেছিল।’
[বসিরহাট কাণ্ডে উসকানি, বিজেপি নেত্রীর বিরুদ্ধে জোড়া এফআইআর]
বাদুড়িয়া-বসিরহাটে অশান্তির সময় ২০০২-এ গুজরাট দাঙ্গার একটি পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল্লি বিজেপির নেত্রী নুপূর শর্মা লেখেন, ‘এখনও সময় রয়েছে। বাংলাকে বাঁচান। আসুন সবাই মিলে বিকেল পাঁচটার সময় যন্তরমন্তরে একত্রিত হই।’ একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ইসলামপন্থী’ বলেও আক্রমণ করেন। ওই পোস্টের বিরুদ্ধে সারা বাংলা ও দেশের বুদ্ধিজীবী মানুষ গর্জে ওঠেন। অভিযোগ ওঠে, বাদুরিয়া-বসিরহাটের অশান্তিতে ইন্ধন জোগাতে একে একে বিজেপির বেশ কয়েকজন নেতাই সোশ্যাল মিডিয়ায় নকল, কারিকুরি করা ছবি পোস্ট করছেন বলে। হরিয়ানার রাজ্য বিজেপির এক নেতা তো দিল্লিতে বিজেপির মুখ বলে পরিচিত মনোজ তিওয়ারি অভিনীত একটি সিনেমার ছবিকে বাংলার বর্তমান পরিস্থিতি বলে পোস্ট করে বসেন।
[এবার গুজরাট দাঙ্গার ছবিকে বসিরহাটের বলে ছড়ানোর অভিযোগ]
তৃণমূল-সহ বিরোধী দলগুলি অভিযোগ তোলে, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও উস্কানি দেওয়ার চেষ্টা করছেন দিল্লির এই বিজেপি নেত্রী। তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন টুইট করে প্রতিক্রিয়ায় জানান, নকল খবর ও ছবি দেওয়ার রীতি চালু করেছে যাঁরা, তাঁদের আইনভঙ্গকারী হিসাবে চিহ্নিত করা হোক। এরপর শহরের একাধিক থানায় নুপূর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়। কলকাতা হাই কোর্ট থেকে জামিন পান নুপূর। জামিনের সময় তাঁকে শর্ত দেওয়া হয়, তদন্তকারী অফিসারের কাছে সময়মতো হাজিরা দিতে হবে। সেই শর্ত অনুযায়ী এদিন কলকাতায় এসে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন নুপূর। তবে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে কোনওরকম চাপে রয়েছেন বলে মনে হয়নি বিজেপি নেত্রীর হাভেভাবে। কলকাতায় ‘সারপ্রাইজ ভিজিট’ বলে লিখে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবিও টুইটারে পোস্ট করেন নুপূর।
[বসিরহাটে অশান্তির নেপথ্যে কারা, জানতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ মমতার]
The post ভুয়ো ছবিতে বসিরহাট কাণ্ডে ইন্ধন, পুলিশি জিজ্ঞাসাবাদে কী প্রতিক্রিয়া বিজেপি নেত্রীর? appeared first on Sangbad Pratidin.