shono
Advertisement

Breaking News

বড়বাজারে বড়সড় হাওলা চক্রের পর্দাফাঁস করল পুলিশ, জালে দুই

ধৃতাদের জেরা করে এই চক্রের চাঁইয়ের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা৷ The post বড়বাজারে বড়সড় হাওলা চক্রের পর্দাফাঁস করল পুলিশ, জালে দুই appeared first on Sangbad Pratidin.
Posted: 09:10 PM Sep 10, 2019Updated: 09:49 PM Sep 10, 2019

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: শহরের বুকে বড়সড় হাওয়া চক্রের হদিশ পেলেন কলকাতা পুলিশ আধিকারিকরা৷ মঙ্গলবার দুপুরে মধ্য কলকাতার বড়বাজার এলাকা থেকে এই হাওলা চক্রের দু’জনকে পাকড়াও করল বড়বাজার থানার পুলিশ৷ ধৃতদের নাম সঞ্জিত সিং ও অমরজিৎ সিং৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কোটি টাকা৷ তাদের জেরা করে এই চক্রের চাঁইয়ের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা৷

Advertisement

[ আরও পড়ন: বাড়ি মেরামতির পরই সুড়ঙ্গের কাজ, বউবাজারের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত বিশেষজ্ঞদের ]

পুলিশ সূত্রে খবর, ধৃত সঞ্জিত সিংয়ের বাড়ি পাটনাতে৷ এবং ধৃত অমরজিৎ সিং উত্তর কলকাতার জোড়াবাগান এলাকার বাসিন্দা৷ এরা দু’জনেই ধানবাদে একটি টিএমটি বারের কারখানায় কাজ করে৷ এদিন গাড়ি ভরতি করে টাকা নিয়ে সেখান থেকেই এসেছিল তারা৷ উদ্দেশ্য ছিল, হাওলা চক্রের মাধ্যমে এই টাকা বিদেশে পাচার করা৷ কিন্তু কলকাতা পুলিশের তৎপরতায় তা আর সম্ভব হয়নি৷ জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আগে থেকেই বড়বাজার এলাকায় ওঁৎ পেতে বসেছিলেন বড়বাজার থানার পুলিশ আধিকারিকরা৷ সন্দেহভাজন দু’জনকে দেখার সঙ্গে সঙ্গে পাকড়াও করেন তাঁরা৷ উদ্ধার হয় এক কোটিরও বেশি টাকা৷ যার কোনও হিসাব দিতে পারেনি ধৃতরা৷ সঙ্গে সঙ্গে তাদের হেফাজতে নেন পুলিশ আধিকারিকরা৷ শুরু হয় জেরা৷ সূত্রের খবর, জেরায় ধৃতদের কাছ থেকে এই চক্রের চাঁইয়ের সন্ধান পেতে চাইছেন তদন্তকারীরা৷

[ আরও পড়ন: রবিনসন স্ট্রিটের ছায়া এবার দমদমে, দিদির দেহ আগলে ভাই! ]

তবে এই প্রথম নয়, এর আগেও শহরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে মোটা অংকের হাওলার টাকা৷ গোয়েন্দা রিপোর্টে আগেই প্রকাশ পেয়েছে যে, এই হাওলার টাকাই যায় সন্ত্রাসবাদী সংগঠনগুলির হাতে৷ এই টাকার সাহায্যেই ভারতের বিরুদ্ধে নাশকতার ছক কষার রসদ পায় সন্ত্রাসবাদী সংগঠনগুলি৷ এই হাওলার টাকা বিদেশে পাচার বন্ধে রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকও৷

The post বড়বাজারে বড়সড় হাওলা চক্রের পর্দাফাঁস করল পুলিশ, জালে দুই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার