shono
Advertisement

অফিসে আটকে রেখে ধর্ষণ, বিয়ের চাপ দিতেই হুমকি! নওশাদের বিরুদ্ধে তদন্ত শুরু কলকাতা পুলিশের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের হয়েছে আইএসএফ বিধায়কের বিরুদ্ধে।
Posted: 02:11 PM Jul 06, 2023Updated: 02:11 PM Jul 06, 2023

অর্ণব আইচ: নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) বিরুদ্ধে ওঠা অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে ভাঙড়ের বিধায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়েছে বউবাজার থানায়।

Advertisement

মধ্য কলকাতার বউবাজার থানায় দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, দেড় বছর আগে বি বি গাঙ্গুলি স্ট্রিটের অফিসে মহিলা অভিযোগকারীকে আটকে রেখে ধর্ষণ করেছিলেন নওশাদ সিদ্দিকি। এরপর থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায়শই সহবাস করতেন অভিযুক্ত। অভিযোগকারী মহিলা যখন বিয়ের জন্য চাপ দেন, তখনই অভিযুক্ত এড়িয়ে যেতে থাকেন ও ওই মহিলাকে হুমকি দেন।

[আরও পড়ুন: স্লিপাল সেল বানিয়ে নাশকতার ছক! ঢাকায় পালিয়েও পার পেল না আল কায়েদার জঙ্গি, ধরাল লালবাজার]

লালবাজারে এক কর্তা জানান, প্রথমে নিউটাউন থানায় অভিযোগ জানান ওই মহিলা। এর পর বিধাননগর কমিশনারেটের ডিসি (নিউ টাউন ডিভিশন)-এর মাধ্যমে সেই অভিযোগপত্র কলকাতা পুলিশের কাছে এসে পৌঁছয়। বউবাজার থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, ঘরে আটকে রাখা, হুমকির অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে।

অভিযোগকারী মহিলা সাংবাদিকদের জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নওশাদ তাঁর সঙ্গে সহবাস করেছেন। তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। তবে আইএসএফ বিধায়কের সঙ্গে তাঁর পরিচয় কবে, কীভাবে ঘনিষ্ঠতা তা নিয়ে কোনও প্রশ্নের জবাব তিনি দেননি। বরং অভিযোগকারীর দাবি, “আপনাদের যা জানার নওশাদকে জিজ্ঞেস করুন।” পালটা  ভাঙড়ের বিধায়ক বলেছিলেন, “আমার বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ এনেছিল। গ্রেপ্তারও করেছিল। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এনেছে রাজ্যের শাসকদল। কিন্তু আটকে রাখতে পারেনি। তাই ভোটের মুখে এসব করা হচ্ছে। আমি মুখ খুললে অনেকের বিপদ হবে।” 

[আরও পড়ুন: ‘চারদিকে বামেরা জিতবে’, মমতার বিরুদ্ধে সুর চড়াচ্ছেন খোদ ‘রাজ্য সরকার’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement