shono
Advertisement

লকডাউনে কাজ খুইয়ে ফুটপাতে পাউরুটি, বিস্কুট বিক্রি করছেন তরুণী সংগীতশিল্পী

ব্যাংকের সঞ্চিত টাকা ভাঙিয়েই এই দোকান দিয়েছেন সংগীতশিল্পী। The post লকডাউনে কাজ খুইয়ে ফুটপাতে পাউরুটি, বিস্কুট বিক্রি করছেন তরুণী সংগীতশিল্পী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:34 PM Jul 17, 2020Updated: 06:34 PM Jul 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনে কাজ নেই। অতঃপর আয়ও বন্ধ। তাই সংসার চালাতে ফুটপাতে দুধ, পাউরুটি, বিস্কুটের দোকান দিয়েছেন কলকাতার তরুণী সংগীতশিল্পী। রোজ সকালে হাতিবাগান হরি ঘোষ স্ট্রিটে ট্রাম লাইনের পাশের ফুটপাত বরাবর হেঁটে গেলেই চোখে পড়বে সেই সংগীত শিল্পীর দোকান।

Advertisement

চলতি লকডাউন যে অনেককেই বেকার, বেরোজগার করে তুলেছে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না! কর্মহীন হয়ে অনেকেই আবার অন্য পেশাকে বেছে নিয়েছেন। কেউ ফলের দোকান দিয়েছেন আবার কেউ বা সবজি বিক্রি করছেন। দিন কয়েক আগেই সংসারের অভাব মেটাতে এক সংগীতশিল্পী নিজের শখের গাড়ির ছবি দিয়ে ড্রাইভারি করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। সেরকমই আরেক সংগীতশিল্পীর খবর পাওয়া গেল, যিনি কিনা পেটের দায়ে এখন রাস্তায় দুধ, পাউরুটি, বিস্কুটের দোকান দিয়েছেন।

[আরও পড়ুন: বিদ্যুতের বিল বিভ্রাটে জেরবার অঙ্কুশও! CESC-কে একহাত নিলেন ক্ষুব্ধ অভিনেতা]

বছর চব্বিশের নিলিশা বসাক, স্নাতকোত্তীর্ণ হয়ে সংগীতকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। কলকাতার পাশাপাশি শহরতলীর বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ মাতানোর জন্য ডাক পড়ত নিলিশার। বাদ ছিল না জেলার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিও। শীতকাল এলেই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যেতেন। তবে লকডাউনে সংক্রমণ এড়াতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। অতঃপর বন্ধ সমস্ত অনুষ্ঠান। তাই নিলিশারও কোনও রোজগার নেই। সংসারের অর্থাভাব মেটাতে তাই সকাল ৬টায় থেকে শুরু হয় তাঁর সংগ্রাম।

হরি ঘোষ স্ট্রিটের ফুটপাতে নিলিশা পসার সাজিয়ে বসেন দুধ, পাউরুটি, কুকিজ, বিস্কুট নিয়ে। নিজের ব্যাংকের সঞ্চিত টাকা ভাঙিয়েই নিলিশা এই দোকান দিয়েছেন। সাহায্য পেয়েছেন দুই দাদার কাছ থেকেও। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন সংগীতশিল্পী নিলিশার এই সংগ্রাম জারি থাকবে।

[আরও পড়ুন: ‘গায়ে মাটি মেখে কৃষক সেজেছে, যত্ত তামাশা!’, সলমনকে কটাক্ষ বিজেপি নেতা অনুপমের]

The post লকডাউনে কাজ খুইয়ে ফুটপাতে পাউরুটি, বিস্কুট বিক্রি করছেন তরুণী সংগীতশিল্পী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement