স্টাফ রিপোর্টার: ভরা ফাগুনে যেন গ্রীষ্মের দহন! একই সঙ্গে আবার বৃষ্টির পূর্বাভাস৷ এ যেন বসন্তে ঠান্ডা-গরমের লুকোচুরি খেলা৷ ঘড়ির কাটায় ১১টা বাজতেই বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল ৩৬ ডিগ্রিতে৷ স্বাভাবিকের থেকে অন্তত চার ডিগ্রি বেশি৷ একই সঙ্গে রবিবার বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস৷ ফলে তাপমাত্রা কিছুটা কমবে বলে আশাবাদী আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী জি কে দাস৷
তবে ফাগুনের এই ঠান্ডা-গরমের তারতম্যে কাবু সাধারণ মানুষ৷ ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশির প্রকোপ৷ শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি৷ এদিন সকালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর মেঘের ছটা দেখা গিয়েছে৷ ঠান্ডা বাতাসও বইছিল৷ তবে বৃষ্টি হয়নি৷ যদিও কিছুক্ষণের মধ্যেই মেঘ উধাও৷ শুরু গরমের দাপট৷ সঙ্গে অস্বস্তিকর ঘেমো আবহাওয়া৷ হঠাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি বলে জানা গিয়েছে৷
এবার অ্যাপোলোর ১০ চিকিৎসককে তলব করল পুলিশ
তবে ফাগুনে যে উষ্ণ পরিস্থিতি তা শুধু ট্রেলার মাত্র৷ গ্রীষ্মে এবার রীতিমতো পুড়তে চলেছে গোটা বাংলা৷ আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, এ বছর জুন মাসের শেষ দিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির পাশাপাশি শহর কলকাতার তাপমাত্রা ৪৮ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে৷ এমনকী, বর্ষার আগমনেও বিস্তর বিলম্ব হতে পারে বলে তাঁদের আশঙ্কা৷ আবহাওয়া বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর হিসাবে জায়গা করে নিয়েছিল ২০১৬৷ দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলির পাশাপাশি এ রাজ্যেও জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছিল শুখা পশ্চিমি হাওয়া৷ রাজস্থানকে হারিয়ে বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছেছিল ৪৮ ডিগ্রিতে৷ সমস্ত রেকর্ড ভেঙে তাপপ্রবাহের কবলে পড়েছিল শহর কলকাতাও৷ এ বছর সে রেকর্ডও ভাঙতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা৷
নতুন ফ্ল্যাট বাড়ি যেন হেলানো মিনার! বরানগরে আতঙ্ক
মৌসম ভবন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ব উষ্ণায়নের জেরে এ বছর গ্রীষ্মকালে ফের নাস্তানাবুদ হতে হবে দেশবাসীকে৷ বিশেষ করে উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে তাপমাত্রা রেকর্ড হারে বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া দপ্তর (আইএমডি)৷ মার্চ থেকে জুন পর্যন্ত চলবে তপ্ত আবহাওয়া৷
রেস্তরাঁয় লক্ষাধিক টাকার বিল না মিটিয়ে চম্পট দিল শতাধিক গ্রাহক
The post আজ ৩৬ ডিগ্রি ছুঁল পারদ, কাল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের appeared first on Sangbad Pratidin.