shono
Advertisement

আজ ৩৬ ডিগ্রি ছুঁল পারদ, কাল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

ফাগুনের এই  ঠান্ডা-গরমের তারতম্যে কাবু সাধারণ মানুষ৷ The post আজ ৩৬ ডিগ্রি ছুঁল পারদ, কাল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:41 PM Mar 04, 2017Updated: 11:11 AM Mar 04, 2017

স্টাফ রিপোর্টার: ভরা ফাগুনে যেন গ্রীষ্মের দহন! একই সঙ্গে আবার বৃষ্টির পূর্বাভাস৷ এ যেন বসন্তে ঠান্ডা-গরমের লুকোচুরি খেলা৷ ঘড়ির কাটায় ১১টা বাজতেই বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল ৩৬ ডিগ্রিতে৷ স্বাভাবিকের থেকে অন্তত চার ডিগ্রি বেশি৷ একই সঙ্গে রবিবার বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস৷ ফলে তাপমাত্রা কিছুটা কমবে বলে আশাবাদী আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী জি কে দাস৷

Advertisement

তবে ফাগুনের এই  ঠান্ডা-গরমের তারতম্যে কাবু সাধারণ মানুষ৷ ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশির প্রকোপ৷ শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি৷ এদিন সকালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর মেঘের ছটা দেখা গিয়েছে৷ ঠান্ডা বাতাসও বইছিল৷ তবে বৃষ্টি হয়নি৷ যদিও কিছুক্ষণের মধ্যেই মেঘ উধাও৷ শুরু গরমের দাপট৷ সঙ্গে অস্বস্তিকর ঘেমো আবহাওয়া৷ হঠাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি বলে জানা গিয়েছে৷

এবার অ্যাপোলোর ১০ চিকিৎসককে তলব করল পুলিশ

তবে ফাগুনে যে উষ্ণ পরিস্থিতি তা শুধু ট্রেলার মাত্র৷ গ্রীষ্মে এবার রীতিমতো পুড়তে চলেছে গোটা বাংলা৷ আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, এ বছর জুন মাসের শেষ দিকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির পাশাপাশি শহর কলকাতার তাপমাত্রা ৪৮ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে৷ এমনকী, বর্ষার আগমনেও বিস্তর বিলম্ব হতে পারে বলে তাঁদের আশঙ্কা৷ আবহাওয়া বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর হিসাবে জায়গা করে নিয়েছিল ২০১৬৷ দেশের উত্তর-পশ্চিমের রাজ্যগুলির পাশাপাশি এ রাজ্যেও জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছিল শুখা পশ্চিমি হাওয়া৷ রাজস্থানকে হারিয়ে বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছেছিল ৪৮ ডিগ্রিতে৷ সমস্ত রেকর্ড ভেঙে তাপপ্রবাহের কবলে পড়েছিল শহর কলকাতাও৷ এ বছর সে রেকর্ডও ভাঙতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা৷

নতুন ফ্ল্যাট বাড়ি যেন হেলানো মিনার! বরানগরে আতঙ্ক

মৌসম ভবন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ব উষ্ণায়নের জেরে এ বছর গ্রীষ্মকালে ফের নাস্তানাবুদ হতে হবে দেশবাসীকে৷ বিশেষ করে উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে তাপমাত্রা রেকর্ড হারে বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া দপ্তর (আইএমডি)৷ মার্চ থেকে জুন পর্যন্ত চলবে তপ্ত আবহাওয়া৷

রেস্তরাঁয় লক্ষাধিক টাকার বিল না মিটিয়ে চম্পট দিল শতাধিক গ্রাহক

The post আজ ৩৬ ডিগ্রি ছুঁল পারদ, কাল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement