অর্ণব আইচ: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় এবার চার্জ গঠন হল অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ-সহ মোট ৫৩ জনের বিরুদ্ধে। মঙ্গলবার ইডির বিশেষ আদালতে হাজির হয়ে সকলেই দাবি করলেন, তাঁরা নির্দোষ। কেউ কেউ রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। এ প্রসঙ্গে কুন্তল ঘোষের দাবি বেশ চাঞ্চল্যকর। তিনি নিজেকে সত্যজিৎ রায়-সৃষ্ট বিখ্যাত চরিত্র চরণদাসের সঙ্গে তুলনা করে জানান, চরণদাসকেও গান গেয়ে জেলে যেতে হয়েছিল। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় কুন্তলের প্রতি এমন প্রতিহিংসামূলক পদক্ষেপ বলে অভিযোগ করেন। যদিও এসব শুনে বিচারক স্পষ্ট জানান, সকলের বিরুদ্ধে চার্জ গঠনের মতো প্রমাণ পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অর্পিতা মুখোপাধ্যায় এদিন শুরুতেই অর্পিতাকে বিচারক বলেন, ''আপনি তো প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত। পার্থ, মানিক, সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে আপনিও ছিলেন। নথিপত্র লুকিয়ে রেখেছিলেন।'' অর্পিতা পালটা আত্মপক্ষ সমর্থনে বলেন, ''আমি কিছু জানতাম না। কোনও সরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম না, তাদের কোনও পরিকল্পনাতেও আমি ছিলাম। টাকা কোথায় পাওয়া গিয়েছে, সে বিষয়ে আমার কোনও ধারণাই নেই। অনৈতিক কাজে যুক্ত নই আমি।'' কুন্তল ঘোষ আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে চরণদাসের সঙ্গে নিজের তুলনা করেন। বলেন, ''চরণদাসও জেলে ছিলেন। তবে উনি গান গাইতেন। আমি বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমি মুখ খুলেছি। তাই প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছি। এসবের সঙ্গে আমার কোনও যোগ নেই, আমি নির্দোষ।'' বিচারক পালটা বলেন, ''এসব কথা ধর্মতলায় গিয়ে বলুন, এখানে বলে লাভ নেই।''
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যর বিরুদ্ধেও চার্জ গঠন হয়েছে। তিনিও নিজেকে নির্দোষ দাবি করায় বিচারক বলেন, ''জামাই হিসেবে আপনি সুবিধা ভোগ করেছেন। বাবলি মেমোরিয়াল ট্রাস্টের হয়ে স্কুল, জমি কিনেছেন, নির্মাণ করেছেন। পার্থর থেকে আপনি নগদ টাকা পেয়েছেন। অর্থ তছরূপের সঙ্গে আপনি জড়িত।'' মানিক ভট্টাচার্যর ছেলে শৌভিক, স্ত্রী শতরূপা সকলেই দাবি করেন, তাঁরা নির্দোষ। বিচারক সকলের উদ্দেশে বলেন, মানিক ভট্টাচার্যর আয় বহির্ভূত সম্পত্তির ভাগ পেয়েছেন তাঁরা। ফলে সমানভাবে তাঁরাও দোষী। এদিন মোট ৫৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়। এর মধ্যে রয়েছে ২৮ টি কোম্পানি।