সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশে লুকিয়ে থাকা অপরাধীদের নাগাল সহজে পেতে এবার অত্যাধুনিকতার পথে হাঁটল ভারত। ইন্টারপোলের সঙ্গে সমন্নয় বাড়াতে চালু হল সিবিআই-এর নয়া পোর্টাল 'ভারতপোল'। মঙ্গলবার এই পোর্টালের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করা হচ্ছে, এই পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় এজেন্সির তরফে আন্তর্জাতিক সমন্বয় আরও দ্রুত ও সহজ হবে।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধ, আর্থিক দুর্নীতি, উগ্রপন্থা, মাদক, মানবপাচারের মতো আন্তর্জাতিক অপরাধের ঘটনা ব্যাপক বেড়েছে। এই পরিস্থিতিতে তদন্তে গতি আনতে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন পড়ে। মাঝে মাঝে সেই তথ্য পেতে দেরিও হয়। ফলে হাতছাড়া হয়ে যায় অপরাধীরা। এই পরিস্থিতি মোকাবিলায় সিবিআই এই ভারতপোল পোর্টাল চালু করেছে। যেখানে ইন্টারপোলের মাধ্যমে সহজে সমন্বয় রাখা যাবে। পাশাপাশি রেড নোটিস-সহ অন্যান্য নোটিসও সহজে জারি করা যাবে। আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় নয়া দিশা দেখাবে এই পোর্টাল।
এই পোর্টাল উদ্বোধন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই পোর্টালের মাধ্যমে ভারতে অপরাধ করে বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের এবার আরও সহজে পাকড়াও করা যাবে। ভারতের বাইরে থাকা অপরাধীদের ছবি, তথ্য ও নানান খবরাখবর আপডেট ও আপলোড করা হবে। যার ফলে তদন্ত আগের চেয়ে আরও সহজ হয়ে উঠবে। শুধু তাই নয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই পোর্টালের সাহায্যে দেশের সব তদন্তকারী সংস্থা এবং রাজ্য পুলিশগুলি বড় বড় অপরাধমূলক ঘটনায় ইন্টারপোলের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবে।
উল্লেখ্য, বর্তমানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ইন্টারপোলের সঙ্গে সমন্বয় করতে গেলে ইন্টারপোল লায়সন অফিসার (ILOS)-এর মাধ্যমে যোগাযোগ করা হয়। এই সংগঠনের আবার রাজ্য ও কেন্দ্রীয় এজেন্সির উচ্চপদস্ত পুলিশ পদাধিকারিকদের সঙ্গে যুক্ত। ফলে তথ্য আদান প্রদানের জন্য এতদিন চিঠি, ইমেল ও ফ্যাক্স ব্যবহার করা হত। এই পদ্ধতিকে দূরে সরিয়ে এবার অত্যাধুনিক পোর্টালের মাধ্যমে গতি বাড়বে তদন্তের।