নব্যেন্দু হাজরা: সংকটের সময়েও কলকাতার মুকুটে আরও এক আন্তর্জাতিক সম্মান। প্রশাসনের এক অত্যাধুনিক পদক্ষেপকে কুর্নিশ জানাল আন্তর্জাতিক মহল। ইলেকট্রিক বাস (Electric Bus) চলাচলে গোটা দেশকে পথ দেখাচ্ছে বাংলা (West Bengal)। ফ্রান্সের দি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আইইএ-র গ্লোবাল ইলেকট্রিক ভেহিক্যাল আউটলুকের (জিভো) একটি রিপোর্টে সোমবার তা প্রকাশ পেয়েছে। তারা জানিয়েছে, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি এবং ভালভাবে যাত্রী পরিষেবায় ইলেকট্রিক বাস চালাচ্ছে। যা দেশের অন্য কোনও রাজ্য করেনি। তাই জিভো ২০২০-তে কলকাতাকে (Kolkata) রোল মডেল হিসাবে অন্যান্য দেশের কাছে তুলে ধরা হচ্ছে।
প্রসঙ্গত, পরিবেশকে দূষণহীন করতে ও যাত্রী পরিবহণে স্বাচ্ছন্দ্য আনতে কলকাতায় বেশকিছু ইলেকট্রিক বাস চলাচল শুরু করেছে। সেই প্রচেষ্টাকে সম্মান জানাল ফ্রান্সের দি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। রাজ্য পরিবহণ দপ্তরের কাছে যা অত্যন্ত গর্বের, সম্মানের বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা। কলকাতা ছাড়াও চীনের সেনজেন, ফিনল্যান্ডের হেলসিংকি, চিলির সেন্টিওগো বৈদ্যুতিক বাস চালানোয় দৃষ্টান্ত রেখেছে। প্যারিসের ওই সংস্থার এহেন প্রশংসা স্বাভাবিকভাবেই রাজ্যের পরিবহণ দফতরের কর্মীদের উজ্জীবিত করবে বলে মনে করা হচ্ছে।
[আরও পড়ুন : উর্ধ্বমুখী ডিজেলের দাম, ভাড়া বৃদ্ধির জন্য সরকারকে চাপ বেসরকারি বাস মালিকদের]
পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই রাজ্যজুড়ে পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণ হয়েছে।প্রচুর বৈদ্যুতিক বাসও চলছে। পাশাপাশি রাজ্যের মুকুটে এই সম্মানের জন্য পরিবহন দফতরের কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। উল্লেখ্য শহর-শহরতলির যোগাযোগ ব্যবস্থায় ইতিমধ্যেই আশিটি বৈদ্যুতিক বাস নামিয়েছে রাজ্য পরিবহণ দপ্তর। ভবিষ্যতে আরো বেশি সংখ্যক ইলেকট্রিক বাস নামানো হবে বলেই পরিবহন দপ্তরের তরফে জানানো হয়েছে।
[আরও পড়ুন : কলকাতায় তৃতীয় COVID হাসপাতাল, জোকা ESIতে তৈরি করোনা চিকিৎসার পরিকাঠামো]
The post বৈদ্যুতিক বাস চালানোয় আন্তর্জাতিক রোল মডেল কলকাতা, মিলল স্বীকৃতি appeared first on Sangbad Pratidin.