অর্ণব আইচ: গাড়ির ভিতরে 'সিক্রেট চেম্বার'। আর সেই 'চেম্বার' ভর্তি গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে হেস্টিংস থানা চত্বরে একটি গাড়ি আটক করে পুলিশ। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১২৪ কেজি গাঁজা উদ্ধার করল কলকাতা পুলিশের নারকোটিক্স সেল। দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
![](https://mcmscache.epapr.in/mcms/434/a8a2c017e2b91afd0d2f9fd5d52ed44cbc32e704.jpg)
জানা গিয়েছে, ওড়িশার আঙ্গুল এলাকা থেকে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে আনা হচ্ছিল বিপুল পরিমাণ মাদক। গোপন সূত্রে আগেই খবর পেয়েছিল কলকাতা পুলিশ। সেই মতো গতকাল রাতে এজেসি বোস রোড সংলগ্ন বেলেভার্ড রোডে একটি সাদা পণ্যবাহী গাড়ি আটক করা হয়। প্রথমে তল্লাশি চালিয়ে গাড়িতে কিছু পাওয়া যায়নি। পরে দেখা যায়, গাড়ির মধ্যে একটি 'সিক্রেট চেম্বার' রয়েছে। জাল দিয়ে আটকানো সেই গোপন জায়গায় গাঁজা রাখা ছিল। সেখান থেকে ১২৩ কেজি ৮০২ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
মন্দির বাজার এলাকার সৌরভ বণিক এবং একই এলাকার বাসিন্দা কমল সর্দার ওরফে বিদ্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বয়স ২৫ এবং ২১ বছর। মাদক পাচারকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। তাদের হেফাজতে নিয়ে চক্রের বাকিদের হদিশ পাওয়ার চেষ্টা করবে তদন্তকারীরা। কাদের কাছে এই মাদক পৌঁছে দেওয়ার ছক ছলি তাও জানার চেষ্টা চলছে। ইতিমধ্যে 'সিক্রেট চেম্বার' সমেত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।