shono
Advertisement

Breaking News

Bus Service

বিমানবন্দরের দিকে ৩ রুটে টানা তিনদিন বন্ধ বাস, চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

টানা তিনদিন ধরে ৪৬, ৪৬ এ এবং ৪৬ বি রুটে বন্ধ ৬৩টি বাস।
Published By: Sayani SenPosted: 11:13 AM Feb 28, 2025Updated: 11:13 AM Feb 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিনদিন ধরে ৪৬, ৪৬ এ এবং ৪৬ বি রুটে বন্ধ ৬৩টি বাস। তার ফলে চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। শুক্রবারই এই বিষয়টিতে হস্তক্ষেপ করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর।

Advertisement

বিমানবন্দর থেকে বাগুইআটি, কেষ্টপুর, চিনারপার্ক এবং কাঁকুরগাছি হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যায় এই বাসগুলি। কমপক্ষে কয়েক হাজার নিত্যযাত্রী এই বাসে যাতায়াত করেন। বাসরুটগুলিতে ২৫০-৩০০ জন কর্মী রয়েছেন। তাঁদের দাবি, হীরালাল খেওড় নামে এক শ্রমিক নেতার সঙ্গে বিবাদের জেরে তিনদিন ধরে বন্ধ বাস পরিষেবা। বাসমালিকদের অভিযোগ, ওই শ্রমিক নেতা বোনাসের টাকা তছরুপ করেন। রীতিমতো হুমকি দিয়েও তিনি টাকা আদায় করেন বলেও অভিযোগ। আতঙ্কে তাই কোনও বাসকর্মী কাজে যোগ দিতে চাইছেন না।

সমস্যা সমাধানে বাস মালিকদের সংগঠনের তরফে রাজ্যের পরিবহণ দপ্তরের প্রিন্সিপাল সচিবকেও চিঠি দেওয়া হয়েছে। তবে সমস্যা সমাধান হয়নি। তাই অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ সভাপতির দাবি, দীর্ঘদিন ধরে ওই শ্রমিক নেতার বিরুদ্ধে লড়ছেন বাসমালিক ও কর্মীরা। কিন্তু এতদিন সকলকে একত্রিত করতে পারছিলেন না। তবে এবার পেরেছে। তাই একসঙ্গে ৬৩টি বাস পরিষেবা বন্ধ। তার ফলে চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তাঁর দিকে আপাতত তাকিয়ে সকলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টানা তিনদিন ধরে ৪৬, ৪৬ এ এবং ৪৬ বি রুটে বন্ধ ৬৩টি বাস।
  • তার ফলে চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।
  • শুক্রবারই এই বিষয়টিতে হস্তক্ষেপ করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর।
Advertisement