অর্ণব আইচ: নৃশংসতার চরম নিদর্শন কলকাতায়। সাত মাসের পথশিশুকে তুলে নিয়ে গিয়ে যৌন নিগ্রহের ঘটনা ঘটল উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায়। অভিযুক্তের হদিশ মেলেনি। পকসো ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বড়তলা থানার পুলিশ।
৩০ নভেম্বর বেলা পৌনে দুটো নাগাদ বড়তলা থানা এলাকার এক বাসিন্দা দেখেন বাড়ির সামনে ফুটপাথে শুয়ে তারস্বরে কাঁদছে এক দুধের শিশু। আশপাশে কেউ নেই। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন তিনি। একই সময় ফুটপাথবাসী এক দম্পতি তাঁদের সন্তানের খোঁজ শুরু করেন। খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হন। পরে বোঝা যায়, ফুটপাথে কাঁদতে থাকা শিশুটিকে ওই ফুটপাথবাসী দম্পতিরই সন্তান।
একরত্তিকে সঙ্গে সঙ্গে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে এখনও চিকিৎসাধীন। চিকিৎসা করতে গিয়ে চমকে ওঠেন ডাক্তাররা। দেখেন, দুধের শিশুটির গোপনাঙ্গে একাধিক ক্ষতর চিহ্ন রয়েছে। এমনকী, সারা শরীরেও একাধিক আঁচড়ের চিহ্ন রয়েছে। মনে করা হচ্ছে, শিশুটিকে যৌন নিগ্রহ করা হয়েছে। পকসো ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক সূত্রে খবর, ভবঘুরে গোছের একটি লোক খুদেটিকে তুলে নিয়ে গিয়েছিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।