অর্ণব আইচ: রাজ্য পুলিশে বড়সড় বদল। সরানো হল গোয়েন্দা প্রধান রাজশেখরনকে। তাঁকে এডিজি (ট্রেনিং) পদে পাঠানো হয়েছে। একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ পদেও রদবদল হয়েছে বলে খবর। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দিন আগেই এই বদলের ইঙ্গিত দিয়েছিলেন।
আজ বুধবার বেলায় নবান্নের তরফ থেকে একটি নির্দেশিকা প্রকাশ পায়। গোয়েন্দা প্রধান রাজশেখরনকে সরানোর বিষয়টি সামনে আসে। এডিজি (ট্রেনিং) পদে এবার তিনি কাজ করবেন। সেই পদে এত দিন ছিলেন দময়ন্তী সেন। দময়ন্তী সেনের পদেও বদল হয়েছে। আইপিএস অফিসার আর শিবকুমার, এডিজি ( পলিসি) পদে ছিলেন। সেই জায়গায় দময়ন্তী সেনকে নিয়ে আসা হল। রাজীব মিশ্র এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এডিজি ছিলেন। তাঁকে এডিজি (মর্ডানাইজেশন) পদে আনা হয়েছে।
প্রসঙ্গত, পুলিশের ভূমিকা বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই। পুলিশের একটা অংশের কাজে সরকারের মুখ পুড়ছে। সেই কথাও ক্ষোভের সঙ্গে বলছেন তৃণমূল নেতাদের একটা অংশ। কয়েক সপ্তাহ আগেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন। পুলিশের কাজ সম্পর্কে তিনি উষ্মাপ্রকাশ করেছিলেন। রাজ্য পুলিশ ও সিআইডিকে ঢেলে সাজানো হবে। সেই কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। এর কয়েক দিন পরেই এই রদবদল। নবান্ন থেকে এই বার্তা প্রকাশ হয়েছে। গোয়েন্দা প্রধান পদ থেকে রাজশেখরনকে সরিয়ে দেওয়া হল। কাকে এই পদে বসানো হবে? সেই নিয়ে বার্তা দেওয়া হয়নি। ফলে জল্পনা রয়েছে প্রশাসনের অন্দরেই।
নবান্নে পুলিশের একটা অংশ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বালিপাচার, কয়লাপাচারে পুলিশের একটা অংশ জড়িয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বিষয়ে ক্ষোভ জানিয়েছিলেন। পুলিশ ও প্রশাসনের কাজ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা উঠেছে। সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে।