shono
Advertisement
Jobless

বিধানসভায় 'যোগ্য' চাকরিহারারা, স্পিকারের সঙ্গে দেখা করে জানালেন দাবিদাওয়া

শুক্রবার দুপুরে চাকরিহারাদের ৫ প্রতিনিধি দেখা করেন বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
Published By: Sucheta SenguptaPosted: 04:34 PM Jun 13, 2025Updated: 04:34 PM Jun 13, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের চাকরিহারাদের সামনে চাকরি ফিরে পাওয়ার নয়া সুযোগ। কিন্তু 'যোগ্য'রা আর নতুন করে পরীক্ষায় বসতে নারাজ। তাঁদের দাবি, 'যোগ্য' চাকরিহারাদের তালিকা প্রকাশ করা হোক। তাঁদের যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি ফিরিয়ে দেওয়া হোক নিঃশর্তে। এই দাবি নিয়ে শুক্রবার বিধানসভায় গেলেন 'যোগ্য'দের প্রতিনিধিদল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁরা নিজেদের দাবিদাওয়া জানান। স্পিকারও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

Advertisement

'প্রাতিষ্ঠানিক দুর্নীতি' অ্যাখ্যা দিয়ে ২০১৬ সালে রাজ্যে শিক্ষক নিয়োগের গোটা প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরিহারা হয়েছেন। নতুন করে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনে গত ৩০ মে নিয়োগ প্রক্রিয়ার জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। আগামী তিনমাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করার লক্ষ্যে ১৬ জুন থেকে ফর্ম বিলি শুরু হবে। কিন্তু এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে 'যোগ্য' চাকরিপ্রার্থীদের আপত্তি রয়েছে। ফের কেন যোগ্যতার পরীক্ষা দেবেন তাঁরা? এই প্রশ্ন তুলেছে যোগ্য চাকরিহারা অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা।

এর আগে এ বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছিলেন চাকরিহারারা। তাতে সাড়া দিয়ে শুক্রবার বিধানসভাতেই তাঁদের সঙ্গে দেখা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ওএমআর শিটের মিরর ইমেজ, যোগ্য-অযোগ্যের পৃথক তালিকা প্রকাশ, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসা-সহ মোট পাঁচদফা দাবি জানান স্পিকারের কাছে। স্পিকার তাঁদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে তিনি এও মনে করিয়ে দেন, রাজ্য সরকার সবসময় চাকরিহারাদের পাশে রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিধানসভায় গিয়ে স্পিকারের সঙ্গে দেখা এসএসসি-র 'যোগ্য' চাকরিহারাদের।
  • বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরলেন নিজেদের ৫ দফা দাবি।
  • স্পিকারও তাঁদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন।
Advertisement