shono
Advertisement

Breaking News

Abdus Sattar

উপনির্বাচনের মুখে ছাড়লেন 'হাত', এবার রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রাক্তন বামমন্ত্রী আবদুস সাত্তার

দীর্ঘদিন বামশিবিরে ছিলেন আবদুস সাত্তার। মন্ত্রিত্বও পেয়েছেন। ২০১৮ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি।
Published By: Tiyasha SarkarPosted: 09:13 AM Nov 06, 2024Updated: 09:13 AM Nov 06, 2024

স্টাফ রিপোর্টার: এবার রাজ্যের গুরুত্বপূর্ণ পদে প্রাক্তন বামমন্ত্রী আবদুস সাত্তার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাদ্রাসা শিক্ষা ও সংখ‌্যালঘু উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টা হলেন তিনি। মঙ্গলবার রাজ‌্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

Advertisement

আবদুস সাত্তার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। সেই দায়িত্ব থেকে অব‌্যাহতি নিয়ে নতুন দায়িত্ব সামলাতে হবে তাঁকে। বাম আমলের মাদ্রাসা শিক্ষা ও সংখ‌্যালঘু উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী সাত্তার এতদিন প্রদেশ কংগ্রেসের একজন পদাধিকারী ছিলেন। নতুন এই দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবারই তিনি প্রথমে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং পরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কাছে নিজের দলীয় ইস্তফাপত্র পাঠিয়ে দেন। শুভঙ্করের সঙ্গে কথা বলে নিজের ইস্তফার কারণও জানিয়ে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তার পর সন্ধ‌্যায় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়।

উল্লেখ্য, বামফ্রন্ট সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন উত্তর ২৪ পরগনার এই নেতা। ২০১৮ সালে সিপিএম ছেড়ে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত ধরে কংগ্রেসে যোগদান করেছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটে বাদুড়িয়া থেকে প্রার্থী হয়েছিলেন সাত্তার। কিন্তু জিততে পারেননি। মঙ্গলবারই রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সাত্তারকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগের কথা জানিয়েছে। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার আসন্ন উপনির্বাচনে সাত্তারকে গত ২৫ অক্টোবর পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু সেই দায়িত্ব নিতে অপারগতার কথা শুভঙ্কর জানিয়ে চিঠি দিয়েছিলেন সাত্তার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার রাজ্যের গুরুত্বপদে প্রাক্তন বামমন্ত্রী আবদুস সাত্তার।
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাদ্রাসা শিক্ষা ও সংখ‌্যালঘু উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টা হলেন তিনি।
  • মঙ্গলবার রাজ‌্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
Advertisement