সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের চিকিৎসা সেরে কলকাতা ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সঙ্গে দেখা গেল মেয়ে আজানিয়াকে।
২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় দুর্ঘটনার কবলে পড়েছিল। চোখে গুরুতর চোট পান তিনি। সেই চিকিৎসা চলছে বিদেশে। গত বছর সেপ্টেম্বর মাসে আমেরিকার বাল্টিমোরের হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। সেসময়ও তিনি প্রায় ২৫ দিন ছিলেন আমেরিকায়। চলতি বছর ২৭ জুলাই সস্ত্রীক দুবাইয়ে রওনা দেন অভিষেক। সেখান থেকে আমেরিকা যান তিনি চিকিৎসার জন্য। সেখানে থাকাকালীন একাধিক ছবি শেয়ার করেছেন অভিষেক।
[আরও পড়ুন: নিখরচায় এলাকায় মাদক সরবরাহের অভিযোগ, বিজেপি নেতাকে মারধর, কাঠগড়ায় তৃণমূল]
চিকিৎসা সেরে রবিবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরনে ছিল কালো টি শার্ট। মেয়ে আজানিয়ার হাত ধরে বিমানবন্দরের বাইরে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিকভাবেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। হাত দেখিয়ে তিনি জানিয়েছেন, ভাল আছেন। তবে যাদবপুর নিয়ে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করেননি তিনি।
