shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

'ভাববাচ্যে চার্জশিটে নাম, এই ভয় ভালো লেগেছে', মেগা বৈঠক থেকে ED-CBI'কে তোপ অভিষেকের

আর কী বললেন অভিষেক?
Published By: Tiyasha SarkarPosted: 12:20 PM Feb 27, 2025Updated: 12:26 PM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেগা বৈঠকের মঞ্চ থেকে ইডি-সিবিআইকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চার্জশিটে নাম প্রসঙ্গ তুলে বললেন, "খবরে দেখাচ্ছে, আমার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে। দু’জায়গায় খালি আমার নাম লিখেছে। কে অভিষেক, বাড়ি কোথায়, কোনও পরিচয় লেখা নেই। সিবিআই ভাববাচ্যে কথা বলছে। ওদের অবস্থাও বিজেপির মতো।" এরপরই অভিষেক বললেন, "এই ভয় আমার ভালো লেগেছে।"

Advertisement

প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় বুধবার আদালতে ২৮ পাতার চার্জশিট জমা করেছে সিবিআই। তাতে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রের কথোপকথনের উল্লেখ রয়েছে। সিবিআইয়ের দাবি, অডিওতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে। এই অডিও-র সত্যতা যাচাই করতে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। উল্লেখ্য, চার্জশিটে পার্থ-মানিকের পরিচয়ের উল্লেখ থাকলেও অভিষেকের নামের আগে কোনও পরিচয়ের উল্লেখ নেই। যার ফলে স্পষ্ট হয়নি যে চার্জশিটে উল্লেখ থাকা অভিষেকই তৃণমূলের সাংসদ কি না।

এই চার্জশিট নিয়ে চর্চার মাঝেই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেছিলেন, “মামলার তদন্তকারী সংস্থা ইডি (মূল মামলা) আমার মক্কেলের (অভিষেক) বিরুদ্ধে কোনও চার্জশিট দাখিল করেনি। তাঁর বিরুদ্ধে কোনও অপরাধের কোনও উপাদানের উপস্থিতিও মেলেনি। তারপরও তৃতীয় অতিরিক্ত চার্জশিট আমার মক্কেলকে হয়রানির উদ্দেশ্য ছাড়া আর কিছু নয়।” অভিষেকের তরফে আরও বলা, "ইডিকে কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ার পরে একটি রাজনৈতিক শক্তি সিবিআইয়ের দিকে ঝুঁকেছে।" এদিনের মেগা বৈঠক থেকে আবারও সেই দাবিই করলেন অভিষেক। পরিকল্পনামাফিক কিছু খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেই দাবি তাঁর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেগা বৈঠকের মঞ্চ থেকে ইডি-সিবিআইকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • অভিষেক বললেন, "এই ভয় আমার ভালো লেগেছে।"
Advertisement