ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ আরও জোরদার করেছে তৃণমূল। মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের ১৫ বছরের উন্নয়নের পাঁচালি পৌঁছে দেওয়া হচ্ছে আমজনতার কাছে। বুধবার এই উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামতে চলেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন অভিনেতা রঞ্জিত মল্লিকের ভবানীপুরের বাড়িতে যাবেন তৃণমূল সাংসদ। সেখান থেকে নন্দনে বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর অনুষ্ঠানে যাবেন তিনি।
রাজ্য সরকারের ১৫ বছরের কাজের রিপোর্ট কার্ডকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রচার শুরু করেছে তৃণমূল। গলিপথ থেকে গ্রাম, মহল্লা থেকে শহর-প্রত্যেক এলাকায় পৌঁছে যাচ্ছে উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান। তার জন্য দলের জনপ্রতিনিধি ও পদাধিকারীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন অভিষেক। তৃণমূলের বক্তব্য, কেন্দ্রের ‘অর্থবঞ্চনা’ সত্ত্বেও রাজ্যের তহবিল থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, চালিয়ে যাচ্ছেন কল্যাণমূলক কর্মসূচি। বাংলার প্রাপ্য আটকে রেখেছে দিল্লি। কিন্তু তার পরেও উন্নয়ন থামেনি। সেই তথ্যই পৌঁছে দেওয়া হচ্ছে সকলের কাছে।
বুধবার বিকেলে উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা যাচ্ছে, এদিন বিকেল চারটেয় ভবানীপুর বিধানসভা এলাকার বাসিন্দা অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে যাবেন তিনি। সেখানে থাকতে পারেন রঞ্জিতকন্যা কোয়েল মল্লিক ও তাঁর স্বামী প্রযোজন নিসপাল সিং। মল্লিকবাড়ির কর্মসূচি শেষে নন্দনে যাবেন অভিষেক। সেখানে পরিচালক তথা ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর পরবর্তী কাজ ‘লক্ষ্মী এল ঘরে’র বিশেষ প্রদর্শন রয়েছে। তাতে অংশ নেবেন ডায়মন্ড হারবারের সাংসদ।
