shono
Advertisement

Breaking News

Telenga Bagan

সিগন্যাল ভেঙে মহিলাকে পিষল বাস, তেলেঙ্গাবাগানে তুলকালাম

এল ২৩৮-সহ একাধিক রুটের বাসে ব্যাপক ভাঙচুর উত্তেজিত জনতার। পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে আক্রান্ত পুলিশও।
Published By: Tiyasha SarkarPosted: 12:25 PM Dec 31, 2024Updated: 01:11 PM Dec 31, 2024

নিরুফা খাতুন: সিগন্যাল ভেঙে মহিলা পথচারীকে পিষে দিল বাস। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার তেলেঙ্গাবাগানে। এল ২৩৮-সহ একাধিক রুটের বাসে ব্যাপক ভাঙচুর উত্তেজিত জনতার। পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে আক্রান্ত পুলিশও। এদিকে আহত মহিলাকে ভর্তি করা হয়েছে আর জি কর হাসপাতালে। 

Advertisement

শহরের বুকে বাসের রেষারেষি নতুন নয়। প্রায়ই এই ধরণের ঘটনা ঘটে। মৃত্যুর খবরও মেলে। মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ তেলেঙ্গাবাগানে দুই বাসের রেষারেষি নজরে পড়ে স্থানীয়দের। কিছু বুঝে ওঠার আগেই একটি বাস সিগন্য়াল ভেঙে এক পথচারী মহিলাকে পিষে দেয়। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাঠানো হয় আর জি কর হাসপাতালে। এদিকে ক্ষোভে ফেটে পড়ে আমজনতা। একের পর এক ভাঙচুর চালানো হয় বাসে। রণক্ষেত্র হয়ে ওঠে রাস্তা। একের পর এক আটকে পড়ে গাড়ি-বাস। 

রাস্তায় ছড়িয়ে বাসের কাচ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তাঁদের উপরও চড়াও হয় উত্তেজিত জনতা। তাঁদের অভিযোগ, রেষারেষির ঘটনা প্রতিনিয়ত ঘটে। বেপরোয়া গতিতে চলে গাড়ি। ট্রাফিক পুলিশ থাকলেও তাঁরা পর্যাপ্ত নজরদারি করে না। ফলে দুর্ঘটনা ঘটতেই থাকে। দীর্ঘক্ষণ পর পুলিশের আশ্বাসে আয়ত্তে এসেছে পরিস্থিতি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিগন্যাল ভেঙে মহিলা পথচারীকে পিষে দিল বাসে। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার তেলেঙ্গাবাগানে।
  • এল ২৩৮-সহ একাধিক রুটের বাসে ব্যাপক ভাঙচুর উত্তেজিত জনতার। পরিস্থিতি আয়ত্তে আনতে গিয়ে আক্রান্ত পুলিশও।
  • এদিকে আহত মহিলাকে ভর্তি করা হয়েছে আর জি কর হাসপাতালে। 
Advertisement