shono
Advertisement
Park Circus

'রং রুটে' ঢুকে স্কুটারে ধাক্কা পিকআপ ভ্যানের, পার্কসার্কাসের নামী স্কুলের সামনে দুর্ঘটনা

স্কুটার চালক জখম হয়ে ভর্তি হাসপাতালে, দুর্ঘটনার পর পলাতক পিকআপ ভ্যানের চালক।
Published By: Sucheta SenguptaPosted: 10:26 AM Feb 04, 2025Updated: 10:51 AM Feb 04, 2025

নিরুফা খাতুন: সাতসকালে পার্কসার্কাসের নামী স্কুলের সামনে দুর্ঘটনা। ভুল লেনে ঢুকে একটি স্কুটারে ধাক্কা দিল পিকআপ ভ্যান। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি স্কুটার চালক। তবে এখনও পর্যন্ত কারও প্রাণহানির খবর মেলেনি। দুর্ঘটনার পর পলাতক পিকআপ ভ্যানটির চালক। স্কুলের সামনে এমন দুর্ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি তদন্তে নামে। পিকআপ ভ্যানের চালকের খোঁজ শুরু হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পার্কসার্কাসের দরগা রোড এলাকায় রাস্তার পাশেই রয়েছে মহাদেবী বিড়লা স্কুল। সকালে সেখানে পড়ুয়া, অভিভাবকদের ভিড় তো থাকেই। এছাড়া চারমাথার মোড় এলাকায় পথচারীর সংখ্যাও কম থাকে না। স্কুলের সামনের রাস্তাও বেশ সংকীর্ণ। মঙ্গলবার সকালে সেখানেই ঘটে গেল দুর্ঘটনা। রাস্তার একদিক দিয়ে স্কুটার চালিয়ে যাচ্ছিলেন এক আরোহী। উলটোদিকে ফ্লাইওভারের দিক থেকে আসছিল একটি পিকআপ ভ্যান। তা ভুল লেনে ঢুকে পড়ায় স্কুটারের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

জানা গিয়েছে, পিকআপ ভ্য়ানের ধাক্কায় ছিটকে রাস্তায় পড়েন ওই স্কুটার চালক। তাঁকে স্থানীয়রাই উদ্ধার করে ভর্তি করান চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে। সেখানে আপাতত চিকিৎসা চলছে তাঁর। এখনও পর্যন্ত নাম-পরিচয় জানা যায়নি। তিনি একটু স্থিতিশীল হলে পুলিশ তা জানার চেষ্টা করবে। অন্যদিকে, দুর্ঘটনার পর পলাতক ওই পিকআপ ভ্যানের চালক। আশপাশে তাঁর কোনও খোঁজ মিলছে না। পার্কসার্কাসের এই জনবহুল রাস্তা, যেখানে একটি স্কুলও রয়েছে, সেখানে এধরনের দুর্ঘটনায় উদ্বিগ্ন পড়ুয়া, অভিভাবকরা। তাঁদের অভিযোগ, সকালে যখন স্কুলের কচিকাঁরারা আসে, তখন এই রাস্তায় যথেষ্ট ভিড় থাকে। এই পরিস্থিতিতে আজকের এমন দুর্ঘটনা যে কোওদিনই ঘটতে পারে। তবে মঙ্গলবারের দুর্ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার বলে মনে করছেন তাঁরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাতসকালে পার্কসার্কাসের নামী স্কুলের সামনে দুর্ঘটনা।
  • রং রুটে ঢুকে গেল পিকআপ ভ্যান, ধাক্কা স্কুটারে।
  • স্কুটার চালক জখম অবস্থায় ভর্তি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে।
Advertisement