shono
Advertisement

শেষকৃত্য সেরে ফেরার পথে এজেসি বোস উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, আহত অন্তত ২৪

বেশ কয়েকজন আশঙ্কাজনক বলেই খবর।
Posted: 06:42 PM Dec 23, 2020Updated: 07:07 PM Dec 23, 2020

অর্ণব আইচ: কলকাতায় এজেসি বোস (AJC Bose Flyover) উড়ালপুলে বুধবার ভয়াবহ দুর্ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে খবর। আহতদের ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে।

Advertisement

এদিন, একটি পণ্যবাহী গাড়িতে চেপে রেসকোর্সের দিক থেকে এজেসি বোস উড়ালপুল হয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন যাত্রীরা। জানা গিয়েছে, বাবুঘাটে শেষকৃত্যের কাজ সেরে ওই পণ্যবাহী গাড়িতে ফিরছিলেন সকলে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের উপরই উলটে যায় গাড়িটি। ফ্লাইওভারের উপরই এদিক-সেদিক ছিটকে পড়েন যাত্রীরা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। সেখানে পৌঁছান দুর্ঘটনাগ্রস্থদের বাড়ির লোকেরা। এখনও পর্যন্ত এ ঘটনায় কারও মৃত্যু না হলেও অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

[আরও পড়ুন: ‘কয়েকমাস পরেই গান গাইবে একটু জায়গা দাও মা মন্দিরে বসি’, ফিরহাদকে খোঁচা শমীকের]

কীভাবে এমন বড়রকমের দুর্ঘটনা ঘটল, তা জানতে ইতিমধ্য়েই তদন্তে নেমেছে পুলিশ। মূলত তিনটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। প্রথমত, দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না। দ্বিতীয়ত, গাড়ির গতিবেগ কত ছিল? নিয়ম ভেঙে কি দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি? তৃতীয়ত, চালক কী অবস্থায় ছিলেন? তিনি মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন কি না- এসবই খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে, এই ঘটনায় দীর্ঘক্ষণ এজেসি বোস উড়ালপুলে যান চলাচল ব্যাহত হয়। ফলে কর্মস্থান থেকে ফেরার পথে সমস্যায় পড়তে হয় অনেককেই। 

[আরও পড়ুন: বাংলার কৃষকরা ‘বঞ্চিত’, কৃষক দিবসে টুইটে ফের মুখ্যমন্ত্রীকে জোরাল আক্রমণ রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার