shono
Advertisement

Breaking News

Kasba Law College Case

কসবা গণধর্ষণ কাণ্ডের চারমাসের মাথায় জামিন অন্যতম অভিযুক্তের, কোন পথে এগোচ্ছে তদন্ত?

কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়।
Published By: Kousik SinhaPosted: 02:52 PM Oct 13, 2025Updated: 05:20 PM Oct 13, 2025

অর্ণব আইচ:  কসবা গণধর্ষণ-কাণ্ডে জামিন পেলেন নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে আলিপুর আদালত। যদিও এদিন পিনাকি বন্দ্যোপাধ্যায়ের জামিনের তীব্র বিরোধিতা করেন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। আদালতে তিনি বলেন, ''ঘটনায় নিরাপত্তারক্ষীরই ভূমিকা ছিল। তিন সবটাই জানতেন।'' পালটা সওয়ালে পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য বলেন, ''ঘটনায় সরাসরি যোগ ছিল না। এমনকী নির্যাতিতাও তা জানিয়েছেন। ফলে জামিন দেওয়া হোক।'' সবপক্ষের বক্তব্য শুনে আদালত কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে। ঘটনার প্রায় চারমাসের মাথায় জামিন পেলেন তিনি।

Advertisement

গত ২৫ জুন কসবা আইন কলেজের গণধর্ষণের (Kasba Law College Case) ঘটনায় তোলপাড় হয় তিলোত্তমা। খোদ কলেজের সিকিউরিটি গার্ড রুমের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী নির্যাতিতা কাউকে যাতে কেউ কিছু না জানায় সেই ভয় দেখানো হয় বলেও অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, ঘটনার দিন ল'কলেজে ডিউটিতে ছিলেন নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। সবকিছু জেনেও চুপ ছিলেন বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, সিসিটিভিতেও অভিযুক্ত পিনাকি বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়।

এরপরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। দফায় দফায় জেরা করা হয়। এদিন আলিপুর আদালতে জামিন মামলার শুনানিতে আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য আরও বলেন, ''মূল অভিযুক্ত মনোজিতের প্রভাব এতটাই ছিল, আতঙ্কে চুপ থাকতে বাধ্য হন পিনাকি বন্দ্যোপাধ্যায়। ঘটনার সঙ্গে কোনও যোগ ছিল তাঁর।' এমনকী নির্যাতিতা নিজেও সে কথা জানিয়েছেন বলে আদালতে জানান পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। অন্যদিকে বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, ''ঘটনায় নিরাপত্তারক্ষী ভূমিকা ছিল। কলেজের তালা খুলতে দেখা গিয়েছিল তাঁকে।'' সবটা জানতেন বলে সওয়াল সরকারি আইনজীবীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কসবা গণধর্ষণ-কাণ্ডে জামিন পেলেন নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়।
  • কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে আলিপুর আদালত।
Advertisement