সুব্রত বিশ্বাস: রাজ্যে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। আগামী ২০ থেকে ২২ মার্চ রাজ্যের বিভিন্ন জেলার উপর দিয়ে যা বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। যার জেরে আগে থেকে ট্রেন চলাচল ও রক্ষাণাবেক্ষণে সতর্কতা অবলম্বন করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। বিশেষ নজরদারি কথা বলা হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায়। রেলের প্রতিটা বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিআরএম দীপক নিগম। কারসেড এলাকায় থাকা গাড়িগুলি ঝড়ের দাপটে যাতে গড়িয়ে গিয়ে বিপত্তি সৃষ্টি করতে না পারে এজন্য চাকায় চেন বাঁধা হচ্ছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস পাওয়ার পরই কোনও গড়মসি করতে চাইছে না রেল। কোনও বিপত্তি যাতে তৈরি না হয় তার জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। কারসেড এলাকায় থাকা গাড়িগুলি ঝড়ের দাপটে যাতে গড়িয়ে গিয়ে বিপত্তি সৃষ্টি করতে না পারে এজন্য চাকায় চেন বাঁধা হচ্ছে। পাশাপাশি নদী ব্রিজগুলি থেকে লাইনের পাথর সড়ে দুর্ঘটনা না ঘটে এজন্য তাতে নজরদারি, সঙ্গে সিগন্যাল পয়েন্টের বিপত্তি এড়ানোর থেকে শুরু করে ওভেরহেড তার রক্ষনাবেক্ষণের যথাযথ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঝড়ের সময় গাছের ডাল লাইনে পড়ে যাতে ট্রেন চলাচল বিঘ্নিত না করে এজন্য গাছের ডাল ছাঁটার কথা বলা হয়েছে।পাশাপাশি তার ছিঁড়ে পড়লে যথা সময়ে কাজ শুরুর জন্য টাওয়ার ভ্যান বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে। সঙ্গে ঝড়ের পূর্বাভাস দেওয়া হবে স্টেশনের এড্রেস সিস্টেমে। আপাৎকালীন কর্মী, চালক ও গার্ডদের অফিসে আগাম হাজির থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে বিভাগ। পরিস্থিতি খারাপ হলে ট্রেনের গতি কম, প্রয়োজনে দাঁড় করিয়ে রাখারও পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।