নিরুফা খাতুন: আজ শনিবার আইপিএলের (IPL 2025) আসর বসছে মহানগরে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন শাহরুখ খান-সহ একাধিক তারকা। সেই অনুষ্ঠানের পরই প্রথম ম্যাচে মুখোমুখি কেকেআর- আরসিবি। ইডেন গার্ডেন্স-এর এই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা শুরু থেকে তুঙ্গে ছিল। আর এই ম্যাচের টিকিট নিয়ে শুরু হয়ে গিয়েছে কালোবাজারি। ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হল।

শুক্রবার মধ্য কলকাতার এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে দুই যুবক। তাদের নাম পীযূষ মহেন্দ্র ও কামাল হোসেন। তারা দুজনে টিকিটের কালোবাজারি করছিল বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধীরজ মালি নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন আজ শনিবারের আইপিএলের টিকিট পাওয়া যাচ্ছে। সেই মতো তিনি যোগাযোগ করেন। গিরিশ পার্ক এলাকায় গিয়ে তিনি পীযূষ মহেন্দ্রর সঙ্গে দেখা করেন। ওই ব্যক্তিকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়। তার বদলে তিনি হাতে পান একটি খাম।
সেই খাম খুলতে দেখা যায়, ভিতরে দু'হাজার টাকা মূল্যের দুটি টিকিট রয়েছে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তিনি গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল কলকাতার মিত্র লেন থেকে গ্রেপ্তার করা হয় পীযূষ মহেন্দ্র ও সহযোগী কামাল হোসেন। ধৃতদের থেকে মোট ১৭টি টিকিট পাওয়া গিয়েছে। এছাড়াও বহু মূল্যের চারটি টিকিট উদ্ধার হয়েছে। মিলেছে ২০৬০০ টাকা। এছাড়াও ধৃতদের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে।
শনিবারও টিকিটের কালোবাজারির অভিযোগে গ্রেপ্তার হয়েছে এক যুবক। নিউমার্কেট এলাকা থেকে শাহবাজ খান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মার্কুইস স্ট্রিটে হানা দিয়ে তাকে পাকড়াও করে পুলিশ। ধৃতের থেকে এদিনের ম্যাচের ছ'টি টিকিট পাওয়া গিয়েছে। ধৃত তরুণও কালোবাজারির সঙ্গে জড়িয়ে বলে খবর। আইপিএল টুর্নামেন্ট শুরুর আগেই টিকিটের কালোবাজারির রমরমা। অতীতেও বেটিংচক্রের অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এবারও কড়া নজরদারি শুরু হয়েছে কলকাতা পুলিশের। শুরু হয়েছে ধরপাকড়।