shono
Advertisement
App Cab

ভাড়াবৃদ্ধির দাবিতে পরিষেবা বন্ধের ডাক সিটুর, ১২ ঘণ্টা অ্যাপ ক্যাবের চাকা গড়াবে না

ধর্মঘট নিয়ে ঠিক কী জানালেন সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংস্থার সহ সম্পাদক সোহাগ খান।
Published By: Sucheta SenguptaPosted: 02:28 PM Feb 22, 2025Updated: 02:30 PM Feb 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাড়াবৃদ্ধি-সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে এবার পরিষেবা বন্ধের ডাক দিল বামপন্থী শ্রমিক সংগঠন সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংগঠন। আগামী সপ্তাহে ১২ ঘণ্টার জন্য কলকাতা অ্যাপ ক্যাবের চাকা গড়াবে না। সেই সিদ্ধান্ত নিয়েছে ওলা-উবের অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন। প্রতিবাদে পরিষেবা বন্ধের কথা জানালেন সংস্থার সহ সম্পাদক সোহাগ খান। ২৭ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাস্তায় নামবে না কোনও অ্যাপ ক্যাব।

Advertisement

গত কয়েক বছর ধরে তেলের দামবৃদ্ধির পাশাপাশি বাজার অর্থনীতিতে একাধিক বদল ঘটেছে। অথচ সরকার তার সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপ ক্যাবগুলির ভাড়াবৃদ্ধি কিংবা অন্যান্য সুবিধা নিয়ে নির্দিষ্ট কোনও নির্দেশিকা দেয়নি বলে অভিযোগ। বারবার এনিয়ে পরিবহণ দপ্তরে দরবার করেছে সিটু পরিচালিত অ্যাপ ক্যাব ইউনিয়ন। কিন্তু সাড়া মেলেনি।

সিটু পরিচালিত ওলা, উবের অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের তরফে সহ সম্পাদক সোহাগ খানের অভিযোগ, ''রাজ্য সরকার আমাদের চালকদের জন্য নির্দিষ্টভাবে কোনও ভাড়া বেঁধে দিচ্ছে না। অথচ তেলের দাম যা বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পথে অ্যাপ ক্যাব নামানো কঠিন হয়ে যাচ্ছে। ২০ তারিখ আমরা সবাই বৈঠকে বসেছিলাম। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২৭ তারিখ অফলাইন স্ট্রাইকের ডাক দিয়েছি। অর্থাৎ আমাদের তত্বাবধানে যে ওলা, উবের, ইনড্রাইভ, র‌্যাপিডোর মতো অ্যাপ ক্যাবগুলিকে রাস্তায় নামাতে বারণ করেছি। ওই ১২ ঘণ্টা রাস্তায় অ্যাপ ক্যাব চলবে না।''

ভোরে হোক কিংবা গভীর রাতে, যে কোনও সময়ে যাত্রী পরিষেবার জন্য সদা প্রস্তুত অ্যাপ ক্যাব। এটাই তার বিশেষ সুবিধা। কিন্তু ইদানিং অ্যাপ ক্যাব সংস্থাগুলিও অনেক সময় প্রত্যাখ্যান করে বলেও অভিযোগ। তার কারণ হিসেবে সংস্থাগুলির দাবি, সঠিক পরিকাঠামো গড়তে সরকারের সদিচ্ছার অভাবে অ্যাপ ক্যাবের পরিষেবা ধাক্কা খাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী সপ্তাহে ১২ ঘণ্টা পরিষেবা বন্ধের ডাক সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংস্থা।
  • ভাড়াবৃদ্ধি- সহ একাধিক দাবিতে এই সিদ্ধান্ত তাদের।
  • সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অ্যাপ ক্যাবের চাকা গড়াবে না কলকাতায়।
Advertisement