shono
Advertisement
Arpita Mukherjee

জেলেই পার্থ, নিয়োগ মামলায় জামিন অর্পিতার, তবে মানতে হবে এই শর্তগুলো

শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ৫ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিল ইডির বিশেষ আদালত। জমা রাখতে হবে পাসপোর্ট। যেতে পারবেন না কলকাতার বাইরে।
Published By: Tiyasha SarkarPosted: 05:32 PM Nov 25, 2024Updated: 08:23 PM Nov 25, 2024

অর্ণব আইচ: এখনও জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। ৫ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিল ইডির বিশেষ আদালত। তবে মানতে হবে বেশ কিছু শর্ত। জমা রাখতে হবে পাসপোর্ট। যেতে পারবেন না কলকাতা পুলিশের আওতার বাইরে।

Advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। তার পর একাধিকবার মায়ের অসুস্থতাকে হাতিয়ার করে তিনি জামিনের আর্জি করলেও লাভ হয়নি। পরবর্তীতে গত বৃহস্পতিবার মায়ের মৃত্যুতে প্যারোলে ছাড়া পান অর্পিতা। বর্তমানে বেলঘরিয়ার বাড়িতে রয়েছেন তিনি। এই পরিস্থিতিতেই সোমবার সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করে এদিন ফের  ইডির বিশেষ আদালতে জামিনের আর্জি জানান অর্পিতার আইনজীবী। বিরোধিতা করে ইডি। কিন্তু অবশেষে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে আদালত। তবে কয়েকটি শর্ত পালন করতেই হবে অর্পিতাকে। জমা রাখতে হবে পাসপোর্ট। যেতে পারবেন না কলকাতার বাইরে। তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে। তদন্ত সহযোগিতাও করতে হবে। 

তবে এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি বেলঘরিয়া। তা কলকাতা পুলিশের আওতায় নয়। এদিকে আদালতের নির্দেশ, অর্পিতা যেতে পারবেন না কলকাতা পুলিশের আওতার বাইরে। সেক্ষেত্রে তিনি কলকাতায় কোথায় থাকবেন তা নিয়ে একটা প্রশ্ন থাকছেই। মনে করা হচ্ছে, হরিদেবপুরের ফ্ল্যাটে থাকবেন তিনি। উল্লেখ্য, প্যারোলে সোমবারও বাড়িতেই রয়েছেন অর্পিতা। আগামিকাল ফিরবেন জেলে, সেখানে কিছু নথিপত্রের কাজ রয়েছে। তা সেরে কলকাতার ঠিকানায় বাস শুর করবেন অর্পিতা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।
  • ৫ লক্ষ টাকার বন্ডে তাঁকে জামিন দিল ইডির বিশেষ আদালত।
  • জমা রাখতে হবে পাসপোর্ট। যেতে পারবেন না কলকাতার বাইরে।
Advertisement