গোবিন্দ রায়: রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অয়ন শীল। সোমবার উচ্চ আদালতে আবেদন করেন তিনি। মামলা দায়েরের অনুমতি মিলেছে। এই মামলায় তিনি জামিন পাওয়ার যোগ্য, তা দাবি করে ৪৫০ পাতার পিটিশন ফাইল করেছেন অয়ন শীল। ১৮ ডিসেম্বর অর্থাৎ বুধবার মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।
শুধু পুরনিয়োগে দুর্নীতির অভিযোগই নয়, অয়ন শীলের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগও ছিল। ইডি তাঁকে ২০২৩ সালে এই সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করে। তবে চলতি মাসের ২ তারিখ ইডির সেই মামলায় তাঁর জামিন মঞ্জুর করে কলকাতা হাই কোর্ট। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড, পাসপোর্ট জমা, মোবাইল নম্বর বদল না করা, তদন্তে সহযোগিতা-সহ একাধিক শর্তে তাঁর জামিন মেলে। তবে সিবিআইয়ের মামলা থাকায় জেলমুক্তি হয়নি।
পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরুর গোড়াতেই অয়ন শীলকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করেছিল সিবিআই। বিভিন্ন পুরসভায় প্রভাব খাটিয়ে নিজের প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরে এই মামলার তদন্তে নেমে চুঁচুড়া ও কলকাতায় তাঁর বাড়ি, অফিসে অভিযান চালিয়ে একশো কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি। উঠে এসেছিল একাধিক চাঞ্চল্যকর তথ্য। মিলেছিল নারী যোগ। ইডির মামলায় জামিন পেলেও এবার সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে অয়ন শীল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন। তাঁর দাবি, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তিনি জামিন পাওয়ার যোগ্য। তাই তা দেওয়া হোক। এই মামলায় জামিন মিললে তবেই জেল থেকে বেরতে পারবেন অয়ন শীল। তাই এত তোড়জোড় বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, উচ্চ আদালত তাঁর আবেদন গ্রহণ করেছে। বুধবার শুনানি হতে পারে।