shono
Advertisement

‘দুই নেতা গ্রেপ্তারেই রাজ্যে তাণ্ডব, বাকিরা হলে কী হবে?’

পুলিশ নীরব দর্শক, কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বিজেপি৷
Posted: 08:07 PM Jan 04, 2017Updated: 03:05 PM Jan 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জন তৃণমূল নেতাকে সিবিআই গ্রেপ্তার করতেই রাজ্যে তাণ্ডব হচ্ছে, এরপর আরও নেতা গ্রেপ্তার হলে তো বাংলার গ্রামে গ্রামে আগুন জ্বলবে৷ বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করে এসে এমনটাই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷ তাঁর দাবি, এরপরও আরও তৃণমূল নেতা গ্রেপ্তার হবেন৷ মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে গত দেড়-২ মাস ধরে মানুষকে খেপিয়ে তুলছেন বলেও এদিন মন্তব্য করেন দিলীপবাবু৷ নগরপাল রাজীব কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি নেতৃত্ব৷

Advertisement

(সুদীপের গ্রেপ্তারির জের, বিজেপি অফিসে বিক্ষোভ তৃণমূলের)

রাজ্যপালের সঙ্গে দেখা করে এদিন বিজেপির প্রতিনিধি দল অভিযোগ করেছে, রাজ্য জুড়ে বিজেপি নেতারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন৷ পুলিশ সব দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন তিনি৷ উত্তরপাড়ার বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের শ্লীলতাহানি হয়েছে, তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ৷ হামলা হয়েছে মনু সাহা, লক্ষণ শেঠের বাড়ি ও অফিসেও৷ যাদবপুরে বিজেপির অফিস ভেঙে দিয়েছে তৃণমূল সমর্থকরা৷

দিলীপবাবুর অভিযোগ, হামলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বাড়িতেও৷ মন্ত্রীর বাড়ির সামনে ইট ছোঁড়া হয়৷ প্রায় শ’খানেক তৃণমূল সমর্থক এদিন বাবুলের বাড়ির সামনে ধরনা দেন, গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে৷ দিলীপবাবুর দাবি, ওই বাড়িতে বাবুল সুপ্রিয়র বাবা-মা থাকেন জেনেই হামলা হয়েছে বলে দাবি বিজেপির৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি শোচনীয় বলে রাজ্যপালের কাছে দরবার করে রাজ্য রাজ্য বিজেপি৷ রাজ্য সভাপতির দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রাজ্যের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রসচিবের কাছে থেকে রিপোর্ট চেয়েছেন৷ তবে এখনই রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে না বিজেপি৷

রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় নগরপাল রাজীব কুমারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন৷ বিজেপির অফিসে ধুন্ধুমার বাঁধলেও কোনও ব্যবস্থা নেননি পুলিশ কমিশনার রাজীব কুমার। সারদা কাণ্ডের নথিপত্র তাঁর তত্ত্বাবধানেই নষ্ট হয়েছে, অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতার।

(মমতা যা খুশি বলুক, আইন চলবে আইনের মতো: সিদ্ধার্থনাথ)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement