ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নতুন গঠিত পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির প্রথম বৈঠক সেরে আনুষ্ঠানিক নির্বাচন পর্ব শুরু করল প্রদেশ কংগ্রেস। রাজ্যের পর্যবেক্ষক গোলাম মিরের উপস্থিতিতে শুক্রবার এই বৈঠকে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য ছাড়াও ছিলেন কমিটির ৪০-এর উপর সদস্য।
বিধান ভবনের এই বৈঠকে কমিটির সদস্যদের কাছে আসন্ন ভোটে দলের রণনীতি নিয়ে কার কী প্রস্তাব জানতে চান মির। প্রস্তাব পর্বে যেখানে মূল অ্যাজেন্ডা হয়ে দাঁড়ায় জোট। সিপিএম বা তৃণমূল কোনও পক্ষের সঙ্গে দল আদৌ জোটে যাবে কি না তা নিয়ে এআইসিসির মনোভাব বোঝার পাশাপাশি প্রত্যেকে দাবি করেন একা লড়াইয়ের। সূত্রের খবর, মির জানিয়ে দেন, একা লড়াইয়ের প্রস্তাবই এআইসিসিকে জানিয়ে দেওয়া হবে। তার সঙ্গে বিগত কয়েকমাস ধরে কর্মীদের সঙ্গে সরাসরি মেলামেশার ফলে তাঁদের মনোভাব জেনে যে রিপোর্ট তৈরি হয়েছে তাও পেশ করা হবে।
এর আগে ২৯৪ আসনেই প্রার্থী দিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব একা লড়াইয়ের পক্ষে সওয়াল করেছে। তাতে সায় দিয়েছেন মির নিজেও। এবার নির্বাচনী প্রস্তুতি পর্বের শুরুতেই প্রদেশের সেই প্রস্তাব এআইসিসির কাছে পাঠানো হচ্ছে।
আরও একটি সূত্রে দাবি করা হয়েছে, মির প্রত্যেককে আশ্বস্ত করে জানিয়েছেন, বঙ্গে জোট নিয়ে কংগ্রেস শীর্ষনেতৃত্ব কিছুই ভাবেনি। প্রদেশ নেতৃত্বের মতামত জানতে চেয়েছে। সিপিএম বা তৃণমূল সূত্রেও কোনও প্রস্তাব কংগ্রেসকে দেওয়া হয়নি বলেই খবর। এই পরিস্থিতিতে একা লড়াইয়ের প্রস্তুতি একপ্রকার শুরু করার ইঙ্গিতই মিলেছে এআইসিসির তরফে।
অন্যদিকে, রাহুল গান্ধীকে বঙ্গে আনার প্রস্তাবও দেওয়া হয়েছে এই বৈঠকেই। এদিকে আজ, শনিবার রানি রাসমণি রোডে সহস্র কণ্ঠে সংবিধান পাঠের কর্মসূচিতে বিপুল জমায়েতের আশা করছে প্রদেশ নেতৃত্ব।
