shono
Advertisement
CV Anand Bose

বাহিনী-সিদ্ধান্তে স্বস্তি, মুর্শিদাবাদ নিয়ে জেলার রাজনৈতিক মহলকে সতর্কবার্তা রাজ্যপালের

মুর্শিদাবাদে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বিএসএফের সঙ্গে বাহিনী মোতায়েন নিয়ে তাঁর আলোচনার সম্ভাবনা।
Published By: Sucheta SenguptaPosted: 09:06 PM Apr 12, 2025Updated: 09:15 PM Apr 12, 2025

সুদীপ রায়চৌধুরী: ওয়াকফ প্রতিবাদে বাংলার একাধিক জেলা কার্যত অগ্নিগর্ভ। ট্রেন, বাস অবরোধ করে বিক্ষোভে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। যদিও পরিস্থিতি মোকাবিলায় পুলিশ বেশ সক্রিয়। সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ানের মতো এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে নিজে পৌঁছে গিয়েছেন ডিজিপি রাজীব কুমার। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। বিশেষ বেঞ্চ নির্দেশ দিয়েছে, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। উচ্চ আদালতের সেই নির্দেশকে স্বাগত জানিয়েও পরিস্থিতি নিয়ে জেলার রাজনৈতিক মহলকে সতর্ক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, এনিয়ে তিনি কথা বলেছেন জেলার সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে।

Advertisement

শনিবার ভিডিও বার্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, আমি শুনেছি যে অশান্ত এলাকা মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আমি মনে করি, এসব এলাকার শান্তি ফেরাতে বাহিনী মোতায়েন অত্যন্ত জরুরি পদক্ষেপ। উচ্চ আদালতকে ধন্যবাদ যে সময়মতো যথাযথ নির্দেশ দিয়েছে। আমি সেখানকার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছি। আশা করি, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।'' এদিকে, মুর্শিদাবাদে পৌঁছে বিএসএফের সঙ্গে বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা করতে পারেন ডিজি রাজীব কুমার। হাই কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী-পুলিশ একসঙ্গে কাজ করবে। তা কোন বিন্যাসে হবে, বিএসএফের সঙ্গে বৈঠক তা স্থির হতে পারে বলে খবর।

ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে নেমে মুর্শিদাবাদে তিনজনের প্রাণহানি ঘটেছে। এনিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়তে উদ্বিগ্ন হয়ে ওঠেন রাজ্যপাল। সূত্রের খবর, তিনি এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন। তবে মুর্শিদাবাদের পরিস্থিতি জানতে তিনি অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারীদের সঙ্গে ফোনে কথা বলেন। সকলকে অশান্ত পরিস্থিতির দিকে নজর রাখার বার্তা দেন। পাশাপাশি সিভি আনন্দ বোস বিষয়টি কেন্দ্রের গোচরেও আনার চেষ্টা করেন বলে সূত্রের খবর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে জেলার রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা রাজ্যপালের।
  • হাই কোর্টের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তে খুশি, তবে সতর্ক থাকার বার্তা আনন্দ বোসের।
Advertisement