shono
Advertisement
Dilip Ghosh

কালরাত্রিতেই জন্মদিন, বিশেষ দিনে নববধূর থেকে কী উপহার পেলেন দিলীপ?

বিয়ের পর ইতিমধ্যেই বাড়ির হেঁশেলে প্রবেশ করেছেন দিলীপ ঘরণী রিঙ্কু।
Published By: Amit Kumar DasPosted: 11:17 PM Apr 19, 2025Updated: 11:17 PM Apr 19, 2025

রমেন দাস: বিয়ের পর প্রথম দিন। শাস্ত্রমতে আজ তাঁদের কালরাত্রি। কিন্তু এদিনই আবার বিজেপির সদ্য বিবাহিত নেতার জন্মদিন। এবারের জন্মদিনটা অবশ্য অন্যান্য বারের চেয়ে কিছুটা আলাদা। বিশেষ এই জন্মদিনে জীবনসঙ্গিনীর কাছ থেকে বিশেষ উপহার পেলেন বাংলার 'দাবাং' বিজেপি নেতা দিলীপ ঘোষ। সংবাদ প্রতিদিন ডিজিটালকে সেই উপহারের কথা জানালেন দিলীপ ঘরণী রিঙ্কু মজুমদার।

Advertisement

সাতপাকে বাঁধা পড়লেও দিলীপ ঘোষের চেনা রুটিনে অবশ্য খুব বিশেষ বদল আসেনি। শনিবার সকালেও তাঁকে দেখা গেল ইকো পার্কে প্রাতঃভ্রমণে। সেখানে শুভানুধ্যায়ীদের সঙ্গে আলাপ, একের পর এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে শুরু হয় দিলীপের ব্যস্ততম জন্মদিন পালন। কলকাতা তিনি আবার রওনা দেন খড়গপুর। এসবের মাঝেই স্বামীর জন্মদিনে তাঁকে সোনার হার উপহার দেন রিঙ্কু মজুমদার। বিয়ের পর ইতিমধ্যেই বাড়ির হেঁশেলে প্রবেশ করেছেন রিঙ্কু। যদিও তেমন কিছু রাঁধতে হয়নি তাঁকে। বাড়ির রাঁধুনি হালকা মাছের ঝোল ভাত রেঁধেছেন। আর জন্মদিন উপলক্ষে দিলীপ ঘোষের জন্য হয়েছে পায়েস।

শনিবার খড়গপুরে গিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর যাওয়ার পরে আরও ব্যস্ত হয়ে পড়েছেন দিলীপ ঘরণী রিঙ্কু। টুকিটাকি কাজ, ঘর গোছানো নিয়ে যথেষ্ট ব্যস্ত তিনি। একাধিক ফোন, বহু মানুষের সাক্ষাৎকার চলছেই। এরই মাঝে সংবাদ প্রতিদিন ডিজিটালকে তিনি রিঙ্কু জানান, তিনি বাড়িতেই আছেন। স্বামীর জন্মদিন উপলক্ষে একটি সোনার হার উপহার দিয়েছেন। সংসারে প্রথম দিনে সেভাবে কোনও কাজ করতে হয়নি তাঁকে। দিলীপ ব্যস্ত মানুষ বিশেষ কাজে গিয়েছেন খড়গপুরে। এই অবস্থায় শাশুড়ির সঙ্গে গল্প করেই কাটছে দিনের বেশিরভাগ সময়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ের পরই জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ।
  • বিশেষ এই জন্মদিনে জীবনসঙ্গিনীর কাছ থেকে বিশেষ উপহার পেলেন বাংলার 'দাবাং' বিজেপি নেতা দিলীপ ঘোষ।
  • স্বামীর জন্মদিনে তাঁকে সোনার হার উপহার দেন দিলীপ ঘরণী রিঙ্কু মজুমদার।
Advertisement