shono
Advertisement
IPL 2025

প্রথম বলেই ছক্কা! রাজস্থান হারলেও নিজের জাত চেনাল ১৪-র বৈভব

বৈভবের ৩৪ রানের ইনিংস সাজানো দু’টি চার ও তিনটি ছক্কায়।
Published By: Amit Kumar DasPosted: 12:27 AM Apr 20, 2025Updated: 12:34 AM Apr 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক মঞ্চে টিকে থাকার লড়াই নয়, বরং শার্দুলের মতো পোড়খাওয়া পেসারকে ছয় দিয়ে অভ্যর্থনা। ২০ বলে ৩৪ রানের ইনিংসে বইয়ে দিয়েছে চার-ছয়ের বন্যা। শনিবার আইপিএলের মঞ্চে ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী বুঝিয়ে দিল সে লম্বা রেসের ঘোড়া। লখনউয়ের কাছে ম্যাচ হারলেও বৈভব নজর কেড়ে নিল গোটা দেশের। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে এদিন মাঠে নামা বৈভব কার্যত বার্তা দিয়ে দিল পরের ম্যাচগুলিতে তাকে প্রথম একাদশের বাইরে বসিয়ে রাখা কঠিন।

Advertisement

শনিবার জয়পুরের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লখনউ। মারকরম (৬৬) ও আয়ুষ বদৌনির (৫০) ব্যাটে ভর করে ৫ উইকেটে তারা তোলে ১৮০ রান। রাজস্থানের আগের ম্যাচে চোট পেয়েছিলেন সঞ্জু স্যামসন। ফলে এদিন তাঁর জায়গায় বৈভবকে খেলানোর সিদ্ধান্ত নেন রাহুল দ্রাবিড়রা। সেখানেই প্রথম সুযোগে নিজের জাত চিনিয়ে দিলেন বৈভব নামের ১৪ বছরের এই কিশোর। শার্দুল ঠাকুরের বলে ছয় হাঁকিয়ে রানের খাতা খোলে বৈভব। পরের ওভারে আবেশ খানের বলে আরও একটা ছক্কা। প্রথম চার বলে তাঁর জোড়া ছক্কা দেখে ক্রিকেট বোদ্ধাদের যেন বুঝিয়ে দিল ভারতীয় ক্রিকেটে আরও এক তারকার আবির্ভাব ঘটেছে। তবে ২০ বলের ছোট্ট ইনিংসে সুযোগও দিয়েছেন বৈভব। দুবার তৈরি হয়েছে ক্যাচের পরিস্থিতি। যদিও থামেনি সে, তার ৩৪ রানের ইনিংস সাজানো দু’টি চার ও তিনটি ছক্কায়।

তবে বৈভবের ছোট সহযোগিতায় দলকে জেতানোর চেষ্টায় কোনও খামতি রাখেননি যশস্বী জয়সওয়াল ৫২ বলে ৭৪ রানের ইনিং খেলেন তিনি। জয়সওয়াল আউট হওয়ার পর দলকে জেতানোর দায়িত্ব নেন রিয়ান পরাগ ২৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭৮ রান অবধি পৌঁছয় রাজস্থানের স্কোরবোর্ড। তবে ম্যাচ হারলেও শনিবার বৈভব নামের এক নতুন তারকার জন্ম দিল রাজস্থান।

উল্লেখ্য, আইপিএল মহা নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে কিনেছিল রাজস্থান রয়্যালস। তখন তাঁর বয়স ছিল ১৩। বাঁহাতি এই ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে এই বছরেই অভিষেক হয় বিহারের জার্সিতে। তার পর খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ টেস্ট সিরিজে। সেখানে প্রথম টেস্টে সেঞ্চুরি করে বৈভব। ১২ বছর ২৮৪ দিন বয়সে রনজিতে অভিষেক হয় তার। অর্থাৎ বয়সের নিরিখে তখনই শচীনকে ছাপিয়ে যায় বৈভব। স্বাভাবিক ভাবেই কিশোর প্রতিভার কবে অভিষেক হয়, সেই নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল। অবশেষে সেই বহু প্রতীক্ষিত দিনটি এল বৈভবের জীবনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার আইপিএলের মঞ্চে ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী বুঝিয়ে দিল সে লম্বা রেসের ঘোড়া।
  • লখনউয়ের কাছে ম্যাচ হারলেও বৈভব নজর কেড়ে নিল গোটা দেশের।
  • অভিষেক মঞ্চে টিকে থাকার লড়াই নয়, বরং শার্দুলের মতো পোড়খাওয়া পেসারকে ছয় দিয়ে অভ্যর্থনা।
Advertisement