সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত অনুপম হাজরা (Anupam Hazra)। মঙ্গলবার শাহী বৈঠকের পর এই মর্মে বিবৃতি প্রকাশ করেছে বিজেপি। বিষয়টা যে একেবারেই ভালোভাবে নেননি তা সাফ বুঝিয়ে দিয়েছেন অনুপম। সোশাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, অপসারণের কয়েকঘণ্টার মধ্যেই কিছু শর্ত মেনে চললে পুনরায় আগের পদে বহালের কথাও বলা হয়েছে দলের তরফে।
বেশ কিছুদিন ধরেই বঙ্গ বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য করতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে। কখনও কখনও সরাসরি নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে। আক্রমণ-পালটা আক্রমণের মাঝে সম্প্রতি কেন্দ্রীয় নিরাপত্তা হারিয়েছেন অনুপম। তবে বরাবরই ইঙ্গিতে তিনি বুঝিয়েছেন যে, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর পাশেই রয়েছে। তবে শাহের সফরেই পরিস্কার হয়ে গেল ছবিটা। মঙ্গলবার রাতে বিজেপির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হল অনুপমকে।
[আরও পড়ুন: শাহ-নাড্ডার সফরের মাঝেই অপসারিত অনুপম, দল বিরোধী মন্তব্যের শাস্তি?]
এর কিছুক্ষণ পরই সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন অনুপম। লেখেন, “পদ থেকে সরাবার তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো।” প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অনুপমের আচরণ অস্বস্তিতে ফেলছিল গেরুয়া শিবিরকে। কানাঘুষো শোনা যাচ্ছিল, তৃণমূলে ঘর ওয়াপসি হতে পারে অনুপমের। তারই মাঝে বড় সিদ্ধান্ত নিল দল।