shono
Advertisement
BJP MLA

বঙ্কিম-সুরে তাল কাটল বিজেপির! 'ভুল হয়েছে বিধানসভায়', শুভেন্দুকে অস্বস্তিতে ফেললেন দলেরই বিধায়ক

এহেন মন্তব্যের জন্য চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের উপর অত্যন্ত রুষ্ট শুভেন্দু অধিকারী।
Published By: Sucheta SenguptaPosted: 04:38 PM Mar 20, 2025Updated: 04:54 PM Mar 20, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ফের দলীয় বিধায়কের কথাতেই অস্বস্তিতে পড়ল বিজেপি। বিশেষত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রায় সবদিনই বয়কট করেছে বিরোধী দল। নানা ইস্যুতে অধিবেশন কক্ষে বিশৃঙ্খলা তৈরির পর ওয়াকআউট করে বেরিয়ে গিয়েছেন বিজেপি বিধায়করা। নিয়ম ভাঙার জন্য কয়েকজনকে সাসপেন্ডও করেছেন স্পিকার। আর তাতে প্রতিবাদ জানাতে গিয়ে বাজেট আলোচনার একটিতেও অংশ নেয়নি বিজেপি। জনপ্রতিনিধি হিসেবে এই কাজ ঠিক হয়নি বলেই মনে করছেন চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ। নিজের মনের কথা প্রকাশ্যে বলে তিনি শুভেন্দুকেই অস্বস্তি ফেললেন তিনি। যার জন্য তাঁর উপর চরম ক্ষুব্ধ বিরোধী দলনেতা।

Advertisement

চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বৃহস্পতিবার বলেন, ''আমার ব্যক্তিগত অভিমত, যেটা হচ্ছে, এই যে স্বাস্থ্যদপ্তর নিয়ে বাজেটের উপর যে আলোচনা হল বা শিক্ষা নিয়ে হল, সেই জায়গাটায় আমরা থাকতে পারলাম না। আমরা বয়কট করে বেরিয়ে এলাম। এটা মনে হয় আমাদের একটা ভুলই হয়েছে। আমি বলব, এটা আমাদের ভুলই হয়েছে। গুরুত্বপূর্ণ দুটো বাজেট সেই জায়গাটায় আমরা থাকতে পারলাম না। আগামী দিনে আমাদের নিশ্চয়ই এই নিয়ে চর্চা করতে হবে, আলোচনা করতে হবে।'' পাশাপাশি তাঁর আরও মত, ''বিরোধী দলনেতার সঙ্গে আমাদের সবাইকে বলতে হবে যে মানুষের কথা আমরা বিধানসভায় দাঁড়িয়ে বলব যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেই জায়গাটায় আমরা বিধানসভা বয়কট করলাম বা অফ থাকলাম এটা আমার ব্যক্তিগত মত, আমার মনে হয় আমাদের ঠিক হয়নি। আমাদের থাকা উচিত ছিল, বলা উচিত ছিল। অন্য কোনও বিষয়ের উপর বা অন্য কোনও পদ ধরে আমাদের বয়কটগুলো করলে ভাল হত। এই দুটি বিষয়ের উপর মূলত থাকাটা আমাদের জরুরি ছিল।''

বঙ্কিম ঘোষের আরও উপলব্ধি, ''বিধানসভাটা হচ্ছে বিরোধীদের জন্য। আমাদের জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছে মানুষের কথা বলার জন্য। ফলে মানুষের কথা আমাদেরই বিধানসভায় বেশি করে তুলতে হবে, বলতে হবে। কিন্তু সরকার যে ভূমিকা নেয় সেই ভূমিকার জন্য আমাদেরও, সরকার আমাদের ফাঁদে ফেলে দেয়। সেই ফাঁদে আমরা কখনও কখনও পা দিয়ে ফেলি। কিন্তু আমার মনে হয়, আগামী দিনে এসব নিয়ে আমাদের ভাবতে হবে। পুরো সময়টা বিধানসভায় থেকে আমাদের বিক্ষোভ, প্রতিবাদ করতে হবে। বিধানসভায় থেকে যদি আমরা এটা করতে পারি, তাহলে মানুষের কথা বলতে পারব। আমার মনে হয়, আগামী দিনে বিরোধী দলনেতাকে আমাদের যে বাজেটের যে সময় আছে, সেই সময়টুকু রাজ্যের মানুষের জন্য আমাদের বলতে হবে। কথায় কথায় আমাদের বয়কট করে বেরিয়ে এলে হবে না।''

এই ইস্যুতে বিজেপি বিধায়কের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ''আমি এনিয়ে একমত। জনপ্রতিনিধি হিসেবে আমাদের কর্তব্য, মানুষের কথা বলব। ভাগাভাগির রাজনীতি, সাম্প্রদায়িক উসকানি, টিভিতে মুখ দেখানো জনপ্রতিনিধির কাজ নয়। তাতে মানুষকে অপমান করা হয়। কিন্তু বিরোধীরা আজকাল সেটাই করছেন বেশি।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজেপির অধিবেশন বয়কট নিয়ে আপত্তি চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ।
  • 'আমরা বিধানসভা বয়কট করলাম বা অফ থাকলাম এটা আমাদের ঠিক হয়নি', বললেন তিনি।
Advertisement