shono
Advertisement

Breaking News

BJP MLA

বিধানসভায় তুমুল হট্টগোল! সাসপেন্ড বিজেপি বিধায়ক, মার্শাল ডেকে বের করে দেওয়া হল দু'জনকে

অভিযোগ, অধিবেশন চলাকালীন স্পিকারের দিকে কাগজ ছোঁড়েন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।
Published By: Sucheta SenguptaPosted: 03:46 PM Mar 10, 2025Updated: 07:50 PM Mar 10, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগে অধিবেশন শুরু হতেই তুমুল হইহট্টগোল! স্পিকারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগে প্রথম দিনই সাসপেন্ড হলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। গোটা অধিবেশনের জন্য তাঁকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এছাড়া অশান্তির জেরে আরও দুই বিধায়ক শংকর ঘোষ ও মনোজ ওরাওঁকে মার্শাল ডেকে বের করে দেওয়া হল বিধানসভা থেকে। এতে ক্ষুব্ধ বিজেপি বিধায়করা অধিবেশন ওয়াকআউট করে বেরিয়ে বাইরে সংবাদিক বৈঠক করেন।

Advertisement

সোমবার বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা চলছিল। তা নিয়ে নিজের বক্তব্য রাখছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেই সময় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নিয়ে হিরণ কটূ মন্তব্য করেন। পিএসসি সংক্রান্ত বিজ্ঞাপনের টাকা কোথায় যাচ্ছে? সেই প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক। তাতে স্পিকার আপত্তি তোলেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হিরণের কথাকাটাকাটি শুরু হয়। হিরণ অভিযোগ জানান, স্পিকার তাঁকে মাঝপথে থামিয়ে দিচ্ছেন। হিরণের পাশে দাঁড়িয়ে লাগাতার স্লোগান দিতে থাকেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, ফালাকাটার দীপক বর্মন, কুমারগ্রামের মনোজ ওরাওঁরা। প্রবল হইহট্টগোল শুরু হয়। স্পিকার বারবার তাঁদের থামানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই পরিস্থিতি শান্ত হয়নি। উলটে দীপক বর্মন স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছোঁড়েন বলে অভিযোগ।

এরপরই স্পিকার মার্শালকে ডেকে বিধায়কদের বের করে দেওয়ার কথা বলেন। আর কাগজ ছোঁয়ার অভিযোগে দীপক বর্মনকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেন। বাকি দুই বিধায়ক শংকর ঘোষ ও মনোজ ওরাওঁকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় বলে খবর। অধিবেশন ওয়াকআউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। বেরিয়ে স্লোগান দিতে থাকেন। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, দলীয় বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন। 

বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন শুভেন্দু অধিকারীর।

বিষয়টি নিয়ে হিরণ চট্টোপাধ্যায় বলেন, ''আগেরবার আমি CAG নিয়ে বলায় আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। এবার আমি পাবলিক সার্ভিস কমিশন নিয়ে বলতে গিয়েছিলাম। জানতে চাইলাম, বিজ্ঞপ্তি কবে জারি হয়েছে? এনিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেই টাকা কার কাছে গিয়েছে? আমাকে স্পিকার বললেন, 'আপনার এসব বলে কোনও লাভ নেই।' তাতে আমি বলেছি, 'আমার কী বলে কী লাভ, সেটা আপনাকে বলতে হবে না। আপনি আমাকে কোনও নির্দেশ দিতে পারেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে আমার যা বলার তাই বলব।' কিন্তু স্পিকার বারবার বাধা দেন।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিধানসভা অধিবেশনের শুরুতেই হইহট্টগোল!
  • অধিবেশন চলাকালীন স্পিকারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগে সাসপেন্ডেড ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।
  • আরও দুই বিধায়ককে মার্শাল দিয়ে বের করে দেওয়া হল।
Advertisement