shono
Advertisement

‘বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না, ঝরছে ভাল’, মুকুলকে খোঁচা দিলীপের

রবিবারও 'দলবদলু'দের কড়া বার্তা দেন দিলীপ ঘোষ।
Posted: 12:13 PM Jun 14, 2021Updated: 01:20 PM Jun 14, 2021

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) পর থেকেই রাজনৈতিক মহলে জার্সি বদল লেগেই রয়েছে। সেই সময় অবশ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছিল। যা ভোটের আগে বাড়তি অক্সিজেন জুগিয়েছিল পদ্মশিবিরকে। ভোটের পর রাজনৈতিক চালচিত্রের পরিবর্তন। সম্প্রতি বিজেপি ছেড়ে সপুত্র তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। ‘দলবদলু’দের নিয়ে সোমবার ফের সরব রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

এদিন তিনি বলেন, “ভোটের আগে বিজেপিতে (BJP) ১০০ জন বিধায়ক আসবে বলে গুজব ছড়িয়েছিল। এবার বিজেপি ছেড়ে ৩৫ জন বেরিয়ে যাচ্ছে বলেও গুজব রটেছে। বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না। চর্বি ঝরছে এটা ভাল।” ভোটের আগে তৃণমূলের একাধিক বিধায়ক-মন্ত্রী যোগ দেন বিজেপিতে। সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম। খানিকটা সফল হয়েছি। খানিকটা হইনি। কোনটা কাজে লাগেনি সেটা বুঝতে হবে।”
এই প্রথমবার অবশ্য নয়। শনি এবং রবিবার, পরপর দু’দিন ‘দলবদলু’দের নিয়ে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ফেসবুক পোস্ট করেন মেদিনীপুরের সাংসদ। তাতে লেখা, “দল ছাড়াটা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। বিজেপি সেই লোকেদের উপর নির্ভর করে যাঁরা রক্ত দিয়ে, ঘাম ঝড়িয়ে দলটাকে দাঁড় করিয়েছে। বিজেপিতে থাকতে হলে ত্যাগ তপস্যা করতে হবে। যারা শুধু ক্ষমতা ভোগ করতে চান, তাঁরা বিজেপিতে থাকতে পারবেন না, আমরাই রাখব না।

[আরও পড়ুন: ফেসবুক লাইভে স্ত্রীকে আক্রমণ, ‘ওঁরা কলঙ্কিত নায়ক-নায়িকা’, শোভন-বৈশাখীকে পালটা রত্নার]

উল্লেখ্য, সম্প্রতি বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে ফিরেছেন সপুত্র মুকুল রায় (Mukul Roy)। মুকুল দল ছাড়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই তাঁরই অনুগামী হিসাবে পরিচিত বাগদার বিজেপি বিধায়ক (BJP MP) বিশ্বজিৎ দাস ও নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংরা ‘বেসুরো’। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী পোস্ট করার পর শনিবার বিকেলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে আবার দেখা করে এসেছেন বিজেপির রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এই পরিস্থিতিতে গেরুয়া শিবির যথেষ্ট অস্বস্তিতে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

[আরও পড়ুন: ‘মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চাই’, টুইট করে দলত্যাগ মুকুল ঘনিষ্ঠ বিজেপি নেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement