shono
Advertisement
Sukanta Majumdar

সুকান্তর বাইক মিছিলে 'বাধা', পুলিশ ও বিজেপি কর্মীদের হাতাহাতি, 'পশ্চিমবঙ্গ দিবস' পালন ঘিরে তুলকালাম

এর আগে বৃহস্পতিবার বজবজেও বিক্ষোভের শিকার হন বিজেপি রাজ্য সভাপতি।
Published By: Sayani SenPosted: 02:25 PM Jun 20, 2025Updated: 02:45 PM Jun 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গ বিজেপির 'পশ্চিমবঙ্গ দিবস' পালন ঘিরে তুলকালাম। সুকান্ত মজুমদারের বাইক মিছিলে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ভবানীপুরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এর আগে বৃহস্পতিবার বজবজেও বিক্ষোভের শিকার হন বিজেপি রাজ্য সভাপতি।

Advertisement

শুক্রবার রাজ্য বিধানসভা থেকে সোজা রেড রোডে 'পশ্চিমবঙ্গ দিবস' পালন করতে যান শুভেন্দু অধিকারী। আর সুকান্ত মজুমদার ভবানীপুরে শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে যান। বিজেপি রাজ্য সভাপতি বাইকে করে কিছুটা এগনোমাত্র তাঁকে বাধা দেয় পুলিশ। বাধা অতিক্রম করে ক্রমশ এগোতে থাকেন সুকান্ত। বাইকে চড়ে নেতাজি ভবন হয়ে ক্রমশ ভবানীপুরের দিকে যান বিজেপি রাজ্য সভাপতি। ইতিমধ্যে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। ভবানীপুর চত্বরে কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। রাস্তায় যানজট তৈরি হয়। যদিও বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সব বাধা পেরিয়ে শেষমেশ শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজনৈতিক মহল। বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত বলেন, "ভারতের পতাকা নিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশ নয়, বাংলাদেশ পুলিশ। আমার মাটি, আমার মা বাংলাদেশ হবে না।" পালটা তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "যে যা পারে করুক, তাতে কিছু যায় আসে না।" বলে রাখা ভালো, ১৯৪৭ সালে এই দিনে রাজ‌্য বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলাকে ভাগ করার সিদ্ধান্তে সিলমোহর পড়ে। সে কারণে বিজেপি ওই দিনটিকেই রাজ্য দিবস হিসাবে পালন করে। যদিও এই দিনটিকে 'পশ্চিমবঙ্গ দিবস' বলে পালনে আপত্তি রয়েছে রাজ্য় সরকারের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বঙ্গ বিজেপির 'পশ্চিমবঙ্গ দিবস' পালন ঘিরে তুলকালাম।
  • সুকান্ত মজুমদারের বাইক মিছিলে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
  • ভবানীপুরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।
Advertisement