shono
Advertisement

Breaking News

BLO Protest

বৈধ ভোটারের নাম বাদ-সহ একাধিক গোলযোগ! কলকাতায় সিইও দপ্তরের বাইরে বিক্ষোভে বিএলওরা

ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
Published By: Kousik SinhaPosted: 05:15 PM Dec 16, 2025Updated: 06:08 PM Dec 16, 2025

সুদীপ রায়চৌধুরী: খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই নতুন করে উত্তেজনা কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দপ্তরে। বৈধ হওয়া সত্ত্বেও কেন নাম বাদ, এহেন দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখাতে থাকেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা। এমনকী মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও দেখা করতে যান। যদিও কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও সময় দেওয়া হয়নি বলেই খবর। এরপরেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিএলওরা (BLO Protest)। যা নিয়ে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনীকে।

Advertisement

পূর্ব ঘোষণা মতো আজ মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় যাঁরা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, তাঁদের নাম রয়েছে। এমনকী যাঁরা ফর্ম ফিল আপ করেননি, তাঁদেরও নাম ওয়েবসাইটে দেওয়া হয়েছে। বুথভিত্তিক সেই নাম দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রকাশিত তালিকায় মৃত, ডুপ্লিকেট, স্থানান্তরিত ভোটারদের নামও রয়েছে। এহেন খসড়া তালিকা প্রকাশের পরেই একের পর এক ঘটনা সামনে আসছে। কোথাও বৈধ ভোটারের নাম রয়েছে মৃতের তালিকায়, আবার কোথায় দু'মাসের ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ সামনে আসছে।

সিইও দপ্তরের বাইরে কড়া নিরাপত্তা পুলিশের।

এরমধ্যেই আজ মঙ্গলবার নতুন করে কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা। তাঁদের দাবি, সমস্ত রাজ্যে খসড়া তালিকা প্রকাশের দিন বাড়ানো হয়েছে। কিন্তু বাংলায় তা করা হয়নি। এমনকী বৈধ হওয়া ভোটার হওয়া সত্ত্বেও নাম বাদ কেন? সেই জবাব চেয়ে মুখ্য নির্বাচন কমিশনের দেখা করতে চান বিএলওরা। শুধু তাই নয়, সব জায়গায় খসড়া তালিকা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ বিক্ষোভকারীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই নতুন করে উত্তেজনা কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দপ্তরে।
  • মঙ্গলবার বিক্ষোভ দেখাতে থাকেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা।
  • ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনীকে।
Advertisement